Thursday, December 4, 2025

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

Date:

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান ‘অ্যাংরি উইম্যান’ জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর পরিবারকে বয়কটের ডাক দিলেন মুম্বইয়ের ফটোগ্রাফারদের একটা বড় অংশ। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে অমিতাভ-পত্নী মিডিয়াকে অপমান করে বলেন, “ছবি শিকারীরা নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? ওদের কোনও শিক্ষাগত যোগ্যতা রয়েছে?” এই দিয়ে প্রবল সমালোচনা হয়। অভিনেত্রীর মন্তব্য অসংবেদনশীল বলেছে নেটপাড়া। এবার তাঁকে ও তাঁর তারকা পরিবারকে বয়কটের দাবি মুম্বই মিডিয়ার (Mumbai Media)!

সিনেদুনিয়ার পাপারাজ্জিদের সঙ্গে হামেশাই খারাপ ব্যবহার করেন জয়া। বারবার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হয়েছে। যদিও হাতে ক্যামেরা দেখলেই সেলেবদের বিরক্ত হওয়া নতুন নয়। কিন্তু ‘ধন্যি মেয়ে’ যেন এই ব্যাপারে সবার আগে। বলিউডের কোনও হাইপ্রোফাইল পার্টি হোক কিংবা বিমানবন্দর, ছবিশিকারিদের ক্যামেরা দেখলেই রেগে লাল হয়ে যান তিনি। সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে জয়া বচ্চন মন্তব্য করেন, “মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক অসাধারণ, আমি ওদের পণ্য। কিন্তু পাপারাজ্জিদের সঙ্গে আমার সম্পর্ক শূন্য। আমার বাবা সাংবাদিক ছিলেন। আমি জানি প্রকৃত সাংবাদিক কাকে বলে। কিন্তু এরা কারা? দেশের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এদের কোনও শিক্ষাগত যোগ্যতা রয়েছে? হাতে মোবাইল ক্যামেরা থাকলেই নিজেদের সাংবাদিক বলা যায় না।” জয়ার এই মন্তব্য পরই তুমুল সমালোচনা শুরু হয়েছে সব মহলে। মিডিয়ার কাজটা সহজ নয়। আর তারা আছে বলেই সেলেবরা এত প্রাধান্য পায়। অথচ তারকাদের এই ধরনের আচরণ, মানসিকতা ও মন্তব্য শুধু যে তাদের কাজকে ছোট করে তাই নয়, সামগ্রিকভাবে এই পেশাকে অপমান করা হয়। যেটা জয়া (Jaya Bachchan) করে চলেছেন বিগত কয়েক বছর ধরে। তাই আর বরদাস্ত নয়। এবার গর্জে উঠলেন মুম্বইয়ের প্রথম সারির পাপারাজ্জিরা। বারিন্দর চাওলা, মানব মঙ্গলানি থেকে পল্লব পলিওয়ালের মতো একাধিক প্রথমসারির ফটোশিকারিরা প্রতিবাদ জানিয়ে জয়া-সহ বচ্চন পরিবারকে (Bachchan Family)বয়কটের ডাক দিয়েছেন।

 

Related articles

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version