আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়েছে, এলাকার প্রায় ৩,০০০-র বেশি পরিবারের জমি জোর করে দখল করা হয়েছিল এবং অধিকাংশ অভিযোগেই যথেষ্ট প্রমাণ মিলেছে।
সিবিআই জানায়, জমি দখল, চাষযোগ্য জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি, ভয় দেখিয়ে জমি লিখিয়ে নেওয়া—এমন একাধিক অভিযোগ তাদের হাতে আসে। রেশন দুর্নীতি তদন্তে গিয়ে ইডি–র ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত শুরু করার পরই জমি দখল সংক্রান্ত অভিযোগের জোয়ার দেখা দেয়। বিষয়টি আদালতের নজরে এলে হাইকোর্ট সিবিআইকে অভিযোগগুলির সত্যতা যাচাই করে রিপোর্ট দিতে নির্দেশ দেয়।
এরপর সিবিআই ক্যাম্প করে স্থানীয়দের অভিযোগ গ্রহণ শুরু করে। সংস্থার দাবি, প্রাপ্ত প্রায় তিন হাজার অভিযোগের অধিকাংশ ক্ষেত্রেই জোরপূর্বক দখলের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, জমি দখলের কাজে শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নেতৃত্বে একটি সংগঠিত বাহিনী এলাকায় সক্রিয় ছিল। সব প্রাপ্ত তথ্য-প্রমাণসহ সিবিআই ইতিমধ্যেই আদালতে রিপোর্ট জমা দিয়েছে। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি
_
_
_
_
_
_
_
