খেলা শুরুর আগেই লাল কার্ড! ভারতীয় ফুটবলে অদ্ভুত ঘটনা। সুপার কাপ সেমিফাইনালে গোয়া অধিনায়ক গুরোক্সেনার লাল কার্ড(Red Card) দেখা নিয়ে চর্চা তুঙ্গে। মাঠে নামার আগে টানেলেই তাঁকে লাল কার্ড দেখানো হয়। কিন্তু ফুটবলের নিয়ম কী বলছে? খেলা শুরুর আগে কি কোনও ফুটবলারকে আদৌও কার্ড দেখানো যায়?
সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মু্ম্বই সিটি এফসি এবং এফসি গোয়া। কিন্তু খেলা শুরুর আগেই চাঞ্চল্য ছড়ায় রেফারির সিদ্ধান্ত ঘিরে।
সেমিফাইনাল ম্যাচের আগে যখন টানেল দাঁড়িয়ে ছিলেন গোয়া অধিনায়ক তখন রেফারি প্রতীক মণ্ডল লক্ষ্য করেন, গুরোক্সেনার জার্সির নিচে যে টি-শার্টটি পরেছিলেন, তার সঙ্গে বিপক্ষ দলের জার্সির মিল আছে। ফলে সমস্যা হতে পারে। গুরোক্সেনাকে সেটা বদল করে নিতে বলেন বাঙালি রেফারি। কারও পোশাকে রেফারি আপত্তি জানালে সেটা বদলে নিতে হয় ফুটবলারদের।কারণ ফুটবলের নিয়মে সেই রকমই উল্লেখ আছে।
কিন্তু গোয়ান অধিনায়ক রেফারির সেই নির্দেশ মানতে চাননি। পাল্টা তর্ক শুরু করেন সেখান থেকেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রেফারি গোয়ার অধিনায়ককে লালকার্ড(Red Card) দেখিয়ে দেন। ফলে আর মাঠে নামতে পারেননি গোয়ান অধিনায়ক।
ফলে ফুটবলের নিয়মের মধ্যে আছে খেলা শুরুর আগেই কেউ নিয়ম লঙ্ঘন করলে বা তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো যায়।
–
–
–
–
