কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের (tainted) তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ অনুযায়ী ৩,৫১২ জনের তালিকা (list) প্রকাশ করল এসএসসি (SSC) শুক্রবার।
আরও পড়ুন : সিবিআই মামলায় জামিন সুজয়কৃষ্ণর: নির্দেশ কলকাতা হাই কোর্টের
এসএসসি (SSC) গ্রুপ-সি ও গ্রুপ-ডি ‘অযোগ্য’দের (tainted) এই তালিকায় সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর রোল নম্বর, কোন পদের জন্য তারা আবেদন করেছিলেন, তাদের অভিভাবকের নাম ও জন্মতারিখ উল্লেখ করা রয়েছে। কমিশনের ওয়েবসাইটে শুক্রবারই তা প্রকাশিত হয়। এসএসসি-র তরফে আগেই জানানো হয়েছিল গ্রুপ-সিতে ১১৬৩ জন ও গ্রুপ-ডিতে ২,৩৪৯ ‘অযোগ্য’ রয়েছেন। সেই মতো তালিকা প্রকাশিত হল এদিন।
–
–
–
–
–
–
–
