মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে সম্পর্কটা বোধহয় পুরোপুরি ছিন্ন করতে পারেননি আরিয়ান খান। তাই ‘ব্যাডস অফ বলিউড’ সাফল্য চুটিয়ে উপভোগের মাঝেই ফের নেটপাড়া আর সমালোচনার মুখে শাহরুখ-পুত্র (SRK son Aryan) । বেঙ্গালুরুর এক নাইট ক্লাবের ব্যালকনি থেকে ‘মধ্যমা’ প্রদর্শন করে বিপাকে আরিয়ান (Aryan Khan)।
কিং খানের ছেলে হিসেবে নয় বরং নিজের পরিচালনার দক্ষতায় বলিউডে জায়গা করতে চান আরিয়ান। তাঁর প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’ সকলের নজর কেড়েছে। বেড়েছে জনপ্রিয়তা। আর সেই খুশি উদযাপনে বেঙ্গালুরুর এক নিশিঠেকে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন বলিউডের ‘সিম্বা’। উপস্থিত জনতার উল্লাস দেখে ব্যালকনি থেকেই আচমকাই তাঁদের উদ্দেশে মধ্যমা প্রদর্শন করেন আরিয়ান। পাশে দাঁড়িয়ে কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং সেখানকার স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদ। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই ফের বিতর্কের শিরোনামে কিং-পুত্র। কী কারণে নেপোকিড ওই কাণ্ড ঘটালেন তা জানতে পাব মালিককে জিজ্ঞাসাবাদ করছে বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)। সংশ্লিষ্ট ঘটনায় এখনও পর্যন্ত আরিয়ানের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।
–
–
–
–
–
–
–
–
–
