Sunday, December 7, 2025

অশিক্ষিত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’! ধারাবাহিকে বানান ভুল করতেই ট্রোলের মুখে স্বস্তিকা

Date:

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। প্রথম দিন থেকেই কার্যত ছক্কা হাঁকাতে শুরু করেছে এই ধারাবাহিক। নাম ভূমিকায় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। অনেকদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন তিনি। সম্প্রচার শুরু হতেই এই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষে পৌঁছে গেছে। এহেন জনপ্রিয়তার মাঝে হঠাৎ তাল কাটলো। কারণ ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে লেখা ইংরেজি ‘বানান’ ভুল! যে অধ্যাপিকা ছাত্র-ছাত্রী থেকে কলেজ কর্তৃপক্ষ প্রত্যেককে বলে বলে ‘বায়োলজি’ শিখিয়ে দেন তিনি কিনা সামান্য ইংরেজি বানানটুকু জানেন না। স্নেহাশিস চক্রবর্তীর (Snehasish Chakraborty) ব্লুজ প্রোডাকশনের (Bluz Production) নতুন ধারাবাহিকের সাম্প্রতিক পর্বের পরই ট্রোলের মুখে স্বস্তিকা!

বাঙালির ড্রয়িং রুমে সান্ধ্যকালীন আকর্ষণ জনপ্রিয় চ্যানেলের বাংলা সিরিয়ালগুলি। আজকাল যদিও একেকটা ধারাবাহিকের আয়ু খুব একটা বেশি হয় না। তবুও ওপেনিং-এ সিক্সার হাঁকানো ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’কে খুব কম সময়ের মধ্যেই ভালোবেসে ফেলেছেন দর্শকরা। তাই সেখানে ভুল ত্রুটি তো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আর তাছাড়া যেখানে দেখানো হচ্ছে সিরিয়ালের নায়িকা একজন অধ্যাপিকা, সেখানে তিনি ক্লাস রুমের ছাত্রদের পড়ানোর সময় ইংরেজি বানান ভুল লেখেন কী করে? সমালোচনায় সরব নেট পাড়া। কিন্তু ঠিক কী করেছেন স্বস্তিকা?এই নতুন ধারাবাহিকের একটি পর্বে দেখা যায় ক্লাসরুমের বোর্ডে ইংরাজি হরফে ‘নলেজ ইজ পাওয়ার’ কথাটা লেখা রয়েছে। কিন্তু সেই ইংরেজি বানানে ‘নলেজ’ শব্দটির মধ্যে নেই ‘ডি’-এর অস্তিত্ব। অর্থাৎ সেখানে লেখা হয়েছে KNOWLEGE, আর তা দেখেই রে রে করে ওঠে সোশাল মিডিয়া। ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। চাপের মুখে পড়ে সমাজমাধ্যমে ক্ষমা চেয়ে নেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি। ভিডিও বার্তায় স্বস্তিকা বলেন, “আমি আমার দর্শকের কাছে ক্ষমা চাইছি। বিদ্যা ব্যানার্জি পর্দায় নতুন। ভুল অনেকেরই হয়। ছোটবেলায় অঙ্ক কষতে গিয়ে এরকম ভুল অনেকের হত। এটাও তেমনই। এটা সিলি মিসটেক। তার মানে এই নয় যে আমাদের টিমের সকলে অশিক্ষিত।” যদিও এরপরও সমালোচনা থামেনি। যে ধারাবাহিকের প্রেক্ষাপট শিক্ষাঙ্গন সেখানে এই ধরনের ভুল সাধারণ বিষয় নয় বরং একটা বড় অন্যায় বটে মনে করছে সোশ্যাল মিডিয়ার একাংশ। এখন টিআরপিতে ট্রোলিংয়ের প্রভাব পড়ে কিনা সেটাই দেখার।

 

Related articles

নির্বাচনের হুঁশিয়ারি হুমায়ুনের! বিজেপির মুখোশ-ধারী নেতার অবস্থান বোঝালো তৃণমূল

ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নির্বাচনের মঞ্চ তৈরির চেষ্টা ভতরপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। শনিবার সংহতি দিবসে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন...

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়

ভরসা ছিল সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) উদ্যোগে শুক্রবার সেখান থেকে রেফার...

ইন্ডিয়া ব্লক লাইফ সাপোর্টে! বিহার ভোটের ফলাফলে চাঞ্চল্যকর দাবি ওমরের

বিহার নির্বাচনে বিরোধী জোটের লজ্জাজনক পরাজয়ের পরে ইন্ডিয়া ব্লকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবার জোট শরিক...

ট্রুডোর সঙ্গে সম্পর্কে অফিসিয়াল সিলমোহর পপ তারকা পেরির!

একই অন্যের প্রেমে পড়েছেন বেশ কিছুদিন হল কিন্তু একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় রোমান্টিক পোজে ধরা দেননি কখনও। তবে বছরের...
Exit mobile version