Sunday, December 7, 2025

সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড গোয়ার নৈশক্লাবে! মৃত অন্তত ২৫ আহত ৫০

Date:

শনির রাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতের কাছে আরপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire erupts at a nightclub in Goa) ভিড়ে ঠাসা নাইটক্লাবে সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় ক্লাবের একতলার রান্নাঘরে। তাতে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পর্যটকও। বাকিরা ওই নাইট ক্লাবের কর্মী বলে জানা গেছে। আহত অন্তত ৫০। দ্রুত তাঁদের গোয়া মেডিক্যাল কলেজে (Goa medical college) ভর্তি করানো হয়েছে। দমকলের একাধিক ইঞ্জিনের প্রচেষ্টায় রবিবার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্লাবে নাচ গান হুল্লোড় চলাকালীন আচমকা বিকট শব্দ শোনা যায়। চোখের পলকে দাউদাউ করে আগুন লেগে যায় নাইট ক্লাবের গ্রাউন্ড ফ্লোরে। উইকেন্ড বলে ভিড় একটু বেশিই ছিল। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত হোটেল কর্মী ও অধিকাংশ পর্যটকদের নিরাপদ আশ্রয়ের সরিয়ে নিয়ে যায়।গোয়ার ডিজিপি অলোক কুমার জানিয়েছেন, একতলার রান্নাঘরেই মূলত আগুন সীমাবদ্ধ ছিল। অন্যত্র খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার ফেটেই এমন অগ্নিকাণ্ড। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।

 

Related articles

রাজ্যের থেকে বিনামূল্যে জমি নিয়েও যোগা হাসপাতাল হলো না কেন, কেন্দ্রের ব্যর্থতায় ক্ষুব্ধ চিকিৎসকরা

কেন্দ্র কথা দিয়েছিল যোগা হাসপাতাল হবে। কিন্তু কথা রাখল কই? পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB) জমি বিনামূল্যে জমি...

নোদাখালি জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে! 

দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে (Nodakhali, North 24 parganas) বাড়ির পাশে জঙ্গল থেকে ৪০ বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন...

শীতের ইনিংস চলবে, আগামী ৭ দিন পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

উত্তরে কুয়াশার দাপট, দক্ষিণে শীতের (Winter) আমেজ। আগামী এক সপ্তাহ জুড়ে আবহাওয়ার এমনই মেজাজ দেখবেন বঙ্গবাসী। রবিবাসরীয় শীতের...

উত্তরপ্রদেশে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনোর জেলার মোবারকপুর খাদার গ্রামে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এদিনের ঘটনায়...
Exit mobile version