Monday, December 8, 2025

নির্বাচনের হুঁশিয়ারি হুমায়ুনের! বিজেপির মুখোশ-ধারী নেতার অবস্থান বোঝালো তৃণমূল

Date:

ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নির্বাচনের মঞ্চ তৈরির চেষ্টা ভতরপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। শনিবার সংহতি দিবসে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নতুন করে বাংলার সম্প্রীতির পরিস্থিতিকে নাড়া দিয়েছেন হুমায়ুন (Humayun Kabir)। তবে সেখানেই তিনি থেমে থাকেননি। দাবি করেছেন, তাঁর সঙ্গে রাজ্যের, এমনকি দেশের একাধিক রাজনৈতিক দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছে নির্বাচনের আগে। বাস্তবে এই রাজনৈতিক সুড়সুড়ি যে ২০২৬ নির্বাচনে বাংলার নির্বাচনে (West Bengal election 2026) প্রভাব ফেলবে না, স্পষ্ট করে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। শূন্যের হাত ধরা হুমায়ুনকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বাবরি মসজিদ তৈরির পরে ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবীর, ঘোষণা করেছিলেন। ২০২৬ নির্বাচনের আগে তৃণমূল যে নেতাকে সাসপেন্ড (suspend) করেছে তার নতুন দল নিয়ে যে এতটুকু ভাবিত নয় তৃণমূল, তা স্পষ্ট করে মন্ত্রী শশী পাঁজা দাবি করেন, ২০২১-এর আগেও কিছু মানুষ তৃণমূল কংগ্রেস থেকে অনেক স্বপ্ন হাওয়াই জাহাজ নিয়ে চলে গিয়েছিলেন বিজেপিতে (BJP)। তাঁদের ভবিষ্যৎটা দেখিয়ে দিয়েছে রায় দিয়ে বাংলার মা-মাটি-মানুষ। এবারেও কয়েকজন তাঁদের ব্যক্তিস্বার্থ নিয়ে যাচ্ছেন। তাহলে তার দায়িত্ব তাঁরা নেবেন। ২০২৬-এর নির্বাচনের আগে কেউ কেউ মনে করছেন দল ছাড়বেন। দলই ছেড়ে দিয়েছে তাঁদের।

সেই দল গঠনের আগে না কি আসাদুদ্দিন ওয়াইসির মিম (AIMIM), মহারাষ্ট্রের কংগ্রেসের হাত ছাড়া নেতা প্রফুল প্যাটেল (Praful Patel) যোগাযোগ করেছেন তাঁর সঙ্গে। সেই সঙ্গে বাংলার কংগ্রেস ও সিপিআইএম নেতাদের নাম উল্লেখ করে তাঁর সঙ্গে যোগাযোগের দাবি করেন তিনি। বাংলার শূন্যের পথে যাওয়া দলের সঙ্গে হুমায়ুনের যোগাযোগে কুণাল ঘোষের কটাক্ষ, হুমায়ুন কাজের জোট গড়ার আহ্বান জানিয়েছেন তাঁর বিষয়। কিন্তু কাদের সঙ্গে জোট বাঁধার কথা বললেন। কংগ্রেস (Congress) সিপিআইএম-এর (CPIM) ভোট কত, যাদের সঙ্গে জোট বাঁধতে চাইলেন। সিপিএম-কে ছাড়ব মানে কি, শূন্যকে ধরা আর ছাড়া।

আরও পড়ুন : বেলডাঙায় ভিত্তিপ্রস্তর মসজিদের: হেলিপ্যাডও হবে, দাবি হুমায়ুনের

নির্বাচনের আগে ধর্মীয় উস্কানি দিয়ে যেভাবে মাঠে নেমেছেন হুমায়ুন, তার সঙ্গে বিজেপির ধর্মীয় উস্কানির সঙ্গে হুবহু মিল। সেই প্রসঙ্গে কুণাল বিজেপির উদ্দেশ্য স্পষ্ট করে দিয়ে দাবি করেন, সারাভারত বুঝতে পেরেছে যে বিজেপিকে এগোতে গেলে বিজেপি পারছে না। সংখ্য়াগরিষ্ঠ হিন্দু বিজেপিকে সমর্থন করে না। তাহলে মুসলিম ভোট ভাগ করতে হবে। সেটা বিজেপি পারবে না। তাই বিজেপিরই পৃষ্ঠপোষকতায় কিছু বিজেপি বিরোধী-মুখোশ তৈরি থাকবে। তারা ভোট কেটে আখেরে বিজেপির কীভাবে সুবিধা করতে পারবে, সেটা আখেরে বিজেপিই ঠিক করে দেবে।

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...
Exit mobile version