Monday, December 8, 2025

ইন্ডিয়া ব্লক লাইফ সাপোর্টে! বিহার ভোটের ফলাফলে চাঞ্চল্যকর দাবি ওমরের

Date:

বিহার নির্বাচনে বিরোধী জোটের লজ্জাজনক পরাজয়ের পরে ইন্ডিয়া ব্লকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবার জোট শরিক এনসি (National Conference) নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী সেই প্রশ্ন তুললেন। জোটের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নীতীশ কুমারের (Nitish Kumar) এনডিএ-তে (NDA) চলে যাওয়ার পিছনেও জোটের ব্যর্থতাকেই দায়ী করলেন ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah)।

বিহার নির্বাচনের আগে থেকেই আসন বন্টন নিয়ে জটে কংগ্রেস ও জোট শরিক দলগুলি। যার জেরে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নির্বাচন থেকেই সরে দাঁড়ায়। মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আরজেডি প্রার্থীদের দর কষাকষি অব্যাহত। এরপরেও নির্বাচনের ফলাফলের পরে নীতীশ কুমার এনডিএ ছেড়ে ইন্ডিয়া ব্লকে যোগ দিয়ে সরকার গঠন করবে, জোটের সদস্যদের মুখে এমন আশাও শোনা যায়।

নির্বাচনের ফলাফলের পরে বিহার নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তবে এবার সরাসরি জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ওমর দাবি করেন, ইন্ডিয়া ব্লক (I.N.D.I.A. bloc) বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছে। এর মধ্যে যেই কেউ নিজেদের প্য়াডেল বের করে এনে আমাদের একটা আঘাত দেন, তখনই আমরা জেগে উঠি। কিন্তু বিহার নির্বাচনের মতই পরাজয়ের সামনে পড়তে হয়। ফলে আবার আমরা ঘুমিয়ে যাই এবং কাউকে আমাদের ঠেলে নিয়ে আইসিইউ-তে (ICU) পৌঁছে দিতে হয়।

এখানেই থেমে থাকেননি ওমর আবদুল্লা (Omar Abdullah)। তাঁর দাবি, নীতীশ কুমার যেভাবে এনডিএ-তে যোগ দিয়েছেন ও থেকে গিয়েছেন, তার পিছনেও ইন্ডিয়া জোটের ভুলকে দায়ী করেছেন তিনি। ওমরের দাবি, নীতীশ কুমারকে এনডিএ-র দিকে ঠেলে দিয়েছি।

আরও পড়ুন : খিদিরপুর থেকে ম্যারাথন: দৌড়লেন মেয়র, পুলিশ কমিশনার

তবে ওমর আবদুল্লা মুখ খোলার পরে আসন বন্টন নিয়ে জোটে ফাটলের পর্দাফাঁস করেছে সিপিআই-ও (CPI)। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা (D Raja) দাবি করেন, বিহার নির্বাচনের আগে আসন বন্টন নিয়ে ঠিকমতো কোনও বৈঠকই হয়নি। সঠিক অর্থে যৌথ প্রচার হয়নি। এমনকি কোনও সমন্বয়ও ছিল না। এই পরিস্থিতিতে ওমর আবদুল্লা যে অভিযোগ করেছেন, তাকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন রাজাও। কার্যত দুই শরিক দলের শীর্ষ নেতৃত্বই এবার প্রশ্ন তুললেন কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। একদিকে কোনও শরিকের মত না শুনে কংগ্রেসের মত চাপিয়ে দেওয়ার রাজনীতির সমালোচনা হল। সেই সঙ্গে বিরোধী রাজনীতিতে বসন্তের কোকিলের মতো কংগ্রেসের আনাগোনারও সমালোচনা দুই শরিক দলের।

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...
Exit mobile version