Monday, December 8, 2025

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

Date:

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup) ফাইনাল, কিন্তু এআইএফএফের আয়োজন দেখলে বোঝার উপায় নেই দেশের অন্যতম সেরা টুর্নামেন্ট হচ্ছে। নমো নমো করে সুপার কাপটা শেষ করলেই যেন বাঁচেন কল্যাণ চৌবে। না আছে প্রচার না ভালো কোনও উদ্যোগ।

ম্যাচের আগের দিনও কাপ ছিল না গোয়াতে। ফলে অধিনায়কদের ফটোশ্যুট হয়নি কাপ নিয়ে। ম্যাচের শুরুতেই কোনও ক্রমে কাপের একটা রেপ্লিকা আনতে সক্ষম হয় ফেডারেশন।

ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে,সুপার কাপের ফাইনাল ম্যাচে মাঠ ভরল না।দেশের প্রথম সারির টুর্নামেন্ট চলছে,এদিকে না কাজ করছে স্কোর বোর্ড,না আছে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সের ব্যাবস্থা। ভারতীয় ফুটবল কতটা মৃতপ্রায় সেটা সুপার কাপের আয়োজন দেখলেই বোঝা যায়। এমনকি প্রাইজ মানিও বেশ কম।

যদিও কল্যাণ চৌবে বলেন, গোয়াকে জয়ের জন্য শুভেচ্ছ। আশা করি এতে গোয়ার ফুটবলে আরও জোয়ার আসবে।ঘরের মাঠে গোয়াকে সমর্থন জানাতে অনেকে এসেছিলেন। কিন্তু আইএসএল কবে শুরু হবে সেই দিশা দেখাতে পারলেন না। কল্যাণ বলে গেলেন, সবাই প্রার্থনা করুন যেন দ্রুত আবার ফুটবল শুরু হয়।

সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখায় ফাইনালে ডাগ আউটে ছিলেন না ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। দল পরিচালনার ভার ছিল সহকারী বিনো জর্জের উপরেই। গ্যালারি থেকেই দলকে তাতালেন অস্কার। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার। বিরতির সময় কোচের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন দেবব্রত সরকার।

ম্যাচ হারের পর ইস্টবেঙ্গল শিবিরে শুধুই শোকের আবহ। জয় গুপ্তা, কেভিনরা কান্নায় ভেঙে পড়েন, ডাগ আউট জুড়ে শুধুই হতাশা। তীরে এসেও তরী ডুবল।

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...

মানবিকতা উঠে গেছে বলেই বামেরাও উঠে গেছে! তোপ কল্যাণের

ফের একবার বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৩২ হাজারের শিক্ষক নিয়োগের রায় বহাল থাকা...
Exit mobile version