Tuesday, December 9, 2025

কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী: সোমে বৈঠক, মঙ্গলবার জনসভা

Date:

রাজ্যের বিভিন্ন অংশে চলা অপরিকল্পিত এসআইআরের আতঙ্ক এবং বিজেপির বাংলাবিদ্বেষী অবস্থানের মাঝে মানুষের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে মালদহ ও মুর্শিদাবাদের জনসভা থেকে তিনি মানুষের উদ্বেগ দূর করার চেষ্টা করেছেন। এবার তাঁর গন্তব্য উত্তরবঙ্গের কোচবিহার।

নবান্ন সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রী কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। প্রশাসনিক বৈঠকের পরদিন, অর্থাৎ ৯ ডিসেম্বর মঙ্গলবার, কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন জননেত্রী। এই বৈঠক ও জনসভাকে ঘিরে জেলার উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করা হবে।

এদিকে, গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দলের সভা-সেমিনার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁতে শুরু হওয়া এই সফর পরে মালদহ, মুর্শিদাবাদে অনুষ্ঠিত হয়। এবার কোচবিহারে ফের আসছেন তিনি, যেখানে প্রশাসনিক বৈঠক শেষে জনসভা অনুষ্ঠিত হবে।

কোচবিহারে প্রশাসনিক বৈঠক হবে সোমবার বিকেল চারটেয় কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে। মুখ্যমন্ত্রী জেলার সরকারি কাজের অগ্রগতির খোঁজখবর নেবেন। এর পরদিন, মঙ্গলবার সকালে রাসমেলা মাঠে জনসভা হবে। ইতিমধ্যেই রবিবার দুপুরে এবিএন শীল কলেজের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের নামার ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে, যা জনসভা প্রস্তুতিরই একটি অংশ।

এদিন, কোচবিহারের এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এক নজরে মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের খুঁটিনাটি:

• প্রশাসনিক বৈঠক: ৮ ডিসেম্বর, সোমবার বিকেল ৪টা, উৎসব অডিটোরিয়াম

• জনসভা: ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে, কোচবিহার রাসমেলা ময়দানে

• হেলিকপ্টার ট্রায়াল: ৭ ডিসেম্বর, রবিবার, এবিএন শীল কলেজের মাঠ

এছাড়া, ৮ ডিসেম্বরের বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনসেবা কেন্দ্রের পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন – লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, ফিটনেস বজায় রাখতে কেকও খেলেন না রোহিত

Related articles

হাতে গুরুতর চোট! হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

নিয়োগ মামলায় জামিন পাওয়ার পর থেকেই বেহালার বাড়িতেই  ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে আচমকাই বাড়ির বাথরুমে...

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...
Exit mobile version