বর্তমান ক্রিকেটে ফিটনেসই শেষ কথা। কঠোর ফিটনেস বজায় রাখতে হয় ক্রিকেটারদের। কিন্তু রোহিত শর্মাকে(Rohit Sharma) বরাবরই হেল্দি দেখতে অভ্যস্ত সমর্থকরা। বিশেষ করে চর্চায় থাকে তাঁর ভুঁড়ি। এই কারণে ফিটনেস নিয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এ বার তিনি নিজের ওজন কমিয়েছেন যাতে কটাক্ষের মুখে পড়তে না হয়। টি২০, টেস্ট থেকে অবসর নেওয়ার পরও আরও সতর্ক হয়েছেন রোহিত।
বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ম্যাচে জয়ের পর হোটেলে টিম কেক কেটে সেলিব্রেট করে। একটি ভিডিওতে দেখা গিয়েছেন, ম্যাচের সেরা হওয়া যশস্বী জয়সওয়াল কেক কাটছেন। এর পর তিনি বিরাট কোহলিকে কেক খাইয়ে দেন। এর পর যশস্বী রোহিতকে কেক খাওয়ার প্রস্তাব দেন। কিন্তু রোহিত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, ‘খাব না, ফের মোটা হয়ে যাব।’ এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার যিনি রোহিতের(Rohit Sharma) ওজন কমাতে সাহায্য করেছিলেন তিনি জানান, রোহিত একবার তাঁর এক ছবিতে বেরিয়ে থাকা পেট দেখে অস্বস্তিতে পড়েছিলেন। এর পরই ওজন কমানোর সিদ্ধান্ত নেন। ২০২৭ সাল পর্যন্ত সেটা ধরে রাখতে হবে তাঁকে। কারণ তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ খেলাই লক্ষ্য হিটম্যানের।
–
–
–
–
–
