পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে বাতিল করে দিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল তাঁর এবং পলাশের সম্পর্কের শীতলতা নিয়ে। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। পলাশের সঙ্গে সম্পর্কে ইতি ঘটালেন ভারতীয় ক্রিকেট কুইন।
স্মৃতি(Smriti Mandhana) সমাজ মাধ্যমে লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে বহু রটনা চলছে। আমি নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করি। তাই জানিয়ে দিতে চাই, আমার বিয়ে আপাতত বাতিল। একই সঙ্গে স্মৃতি আরও লিখেছেন, আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।’
গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল মান্ধানা-পলাশের। বিয়ের আচার অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছিল। কিন্ত বিয়ের দিন সকালে জানা যায়, পাত্রীর বাবা নাকি অসুস্থ হয়ে পড়েন আচমকা। তাই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পরিবার।
যদিও মাঝে জল অনেক দূর গড়ায়। মান্ধানার হবু স্বামী পলাশকে নিয়ে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার তথ্য প্রকাশ্যে আসে। তারপর বিয়ে আদৌও হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে বহু চর্চিত বিয়ে বাতিলই হয়ে গেল।
–
–
–
–
