Sunday, December 7, 2025

উত্তরপ্রদেশে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

Date:

উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিজনোর জেলার মোবারকপুর খাদার গ্রামে দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এদিনের ঘটনায় নাবালিকা দুই শিশু-সহ তাঁদের বাবার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃতদের নাম বাবুরাম (২৮), দীপাংশু (৫) এবং হর্ষিকা (৩)। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, শনিবার দুপুরে বাবুরাম তাঁর ছেলে এবং মেয়েকে নিয়ে বাড়ির কাছের এক জঙ্গলে যান। এবং সেখানে বাবুরাম প্রথমে দুই সন্তানকে বিষ খাওয়ান। এখানেই শেষ নয়, এরপর তিনি নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। স্থানীয়রা জঙ্গলে দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দাম্পত্য সমস্যার জেরেই এমন ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই কোন একটা বিষয় নিয়ে ঝগড়া চলছিল। অন্য কোনও কারণ রয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

Related articles

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই আইনি নোটিসের হুঁশিয়ারি পলাশের! 

এক পক্ষকাল ধরে জল্পনা আলোচনা চলার পর অবশেষে পলাশ মুচ্ছল-স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙার খবরে সিলমোহর (Palash Muchhal Smriti...

বিয়ে বাতিলে কঠোর সিদ্ধান্তই নিলেন, পলাশের সঙ্গে সম্পর্কে ইতি স্মৃতির

পলাশ মুচ্ছলের সঙ্গে   বিয়ে বাতিল করে দিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল তাঁর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৭ ডিসেম্বর (রবিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

খিদিরপুর থেকে ম্যারাথন: দৌড়লেন মেয়র, পুলিশ কমিশনার

স্বাস্থ্যই সম্পদ, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে, রবিবার সকালে ম্যারাথনে দৌড়ের মাঝেই জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা...
Exit mobile version