Monday, December 8, 2025

বিতর্ক ভুলে বাইশ গজে সাধনায় মগ্ন স্মৃতি, সতীর্থের জন্য জেমাইমার বার্তা

Date:

বিতর্ককে পিছনে ফেলে অবশেষে ক্রিকেট মাঠে ফিরলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। সোমবার থেকে ফের অনুশীলন শুরু করলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। বিগত কয়েক সপ্তাহ ধরেই তাঁকে নিয়ে হাজারো বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে তাঁর বিয়েকে কেন্দ্র করে।

গত ২৩ নভেম্বর বলিউড সুরকার পলাশের সঙ্গে তার বিয়ের কথা ছিল কিন্তু বিয়ের দিন থেকে শুরু হয় বিভ্রাট। একের পর এক বিপর্যয় ঘটতে থাকে স্মৃতির জীবনে।বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তখনই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। পরদিন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় পলাশকেও। প্রায় তিনদিন চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়া পান দু’জনে।

এরপর পলাশের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত রবিবারই বিয়ে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার। ব্যক্তিগত জীবনের উত্থান পতন সামলে আবারও নিজের চেনা জগতে ফিরলে স্মৃতি মান্ধানা। আগামী একুশে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন সহ অধিনায়ক। সোমবার তাঁর অনুশীলনের ছবি প্রকাশ এসেছে। ক্রিকেটের তিনি রানী তাকে সব থেকে ভালো মানায় তাই অনেকেই মনে করছেন রানী নিজের সাম্রাজ্যে ফিরলেন।

মন ভাঙা স্মৃতির(Smriti Mandhana )জন্য একটি গান শেয়ার করেছেন সতীর্থ জেমাইমা । ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকজনের গান শেয়ার করেছেন। যেখানে অলিভিয়া ডিনের জনপ্রিয় গান ‘ম্যান আই নিড’ গাইছিলেন তাঁরা। এই গানের অর্থ, এক প্রেমিকা বলছেন, একজন পুরুষ এগিয়ে এসে তাঁকে উপহার দিক। তাঁর সঙ্গে কথা বলুক। প্রেমিকা যেরকম চান, সেরকম ভাবে নিজেকে তুলে ধরুক।

Related articles

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...

মন্দিরেই সফরের সূচনা, মদনমোহন দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে দু’দিনের সফরে এসে প্রথম দিনেই মদনমোহন ঠাকুরের দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরের...

সিটংয়ে গভীর রাতে গাড়ি দুর্ঘটনা! প্রাণ হারালেন পঞ্চায়েত সদস্যসহ তিন

দার্জিলিংয়ের সিটংয়ে ভয়াবহ যানবাহন দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। খবর মিলেছে, ঘটনাটি ঘটেছে...

নকল নাম চিহ্নিতকরণে নয়া ব্যবস্থা! SIR নজরদারিতে আরও পাঁচ স্পেশাল রোল অবজারভার নিয়োগ কমিশনের

ভোটার তালিকায় নকল বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা...
Exit mobile version