গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এখনো শোকের ছায়া ছড়িয়ে পড়েছে বানুর ছাট এলাকায় সুভাষের বাড়িতে। মৃতের পরিবারের অভিযোগ, নাইট ক্লাব কর্তৃপক্ষের অবহেলাই এই ট্র্যাজেডির কারণ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে সেফের কাজে যোগ দিতে গোয়ায় গিয়েছিলেন সুভাষ। বিস্ফোরণের সময় তিনি কাজেই ছিলেন। প্রথমে খবরের মাধ্যমে জানা যায়, সুভাষ গুরুতর আহত। পরে নিশ্চিত হয়, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিনি। নিহত ২৫ জনের তালিকায় রয়েছে বাগডোগরার এই যুবকের নামও। মৃতের দিদি ঊর্মিলা ছেত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “কীভাবে আমার ভাইয়ের মৃত্যু হলো, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমরা ন্যায়বিচার চাই। এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি হোক।” তিনি জানান, তাঁরা খুব শিগগিরই গোয়ার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন।
অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সব রকম সাহায্য এবং দিকনির্দেশনার কথাও জানানো হয়েছে। হঠাৎ অকালপ্রয়াণে পরিবার ভেঙে পড়েছে। পরিবারের একমাত্র ভরসা ছিলেন সুভাষ। তাঁর মৃত্যুতে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন গুণছেন পরিবারের সদস্যরা। গোয়া প্রশাসন বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি
_
_
_
_
_
_
_
