Tuesday, December 9, 2025

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

Date:

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই ঐ ক্লাবের কর্মী। বাকি পাঁচজন নাইট ক্লাবে  আসা অতিথি ছিলেন বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

আগুনে ঝলসে মৃত কর্মীদের মধ্যে ৪ জন ছিলেন কর্নাটক, দিল্লির। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, নেপালের বাসিন্দা মোট ৯ জন কর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের  মধ্যে  চারজন দিল্লির বাসিন্দা ছিলেন। বাকি একজন ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা, মৃতের নাম সুভাষ ছেত্রী, তিনি দার্জিলিংয়ে বাসিন্দা বলে জানা গেছে।

 

এই ঘটনার জন্য নাইটক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রয়োজনীয় ছাড়পত্র ছিল না নাইট ক্লাব চালানোর জন্য। ফলে বৈআইনিভাবেই নাইট ক্লাবটি চলছি বলে জানা গিয়েছে সূত্রের খবর, আরপোরার ওই নৈশক্লাব থেকে বার হওয়ার জন্য ছিল মাত্র দু’টি দরজা। আগুন লেগেছে দেখার পরেই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। শনিবার রাতে যখন আগুন লাগে, তখন সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন অতিথি।

এই ঘটনায় তিনজন সরকারি আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।  পঞ্চায়েত দফতরের পরিচালক সিদ্ধি তুষার হারলঙ্কর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব ড. শামিলা মনতেইরো এবং আরপোরা-নাগোয়ার গ্রাম পঞ্চায়েতের সচিব রঘুবীর বাগকর, এই তিন আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন।

এই তিন জনের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালে ‘বির্চ বাই রোমিও লেনে’ নামে ওই নাইটক্লাবটির(Goa Night Club) অনুমোদনের ক্ষেত্রে তাঁরা সঠিক নিয়ম মানেননি।পুলিশ ইতিমধ্যেই স্থানীয় পঞ্চায়েত প্রধান রোশন রেদকরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কারণ তিনিই ওই ক্লাবের ট্রেড লাইসেন্স দিয়েছিলেন।

মৃতদের পরিবারের জন্য দু’লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও

Related articles

সমবায় নির্বাচনে সবুজ ঝড়! সন্দেশখালিতে বিজেপিকে উড়িয়ে ৯ আসনেই জয়ী তৃণমূল

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির কৃষি সমবায় নির্বাচনে একক আধিপত্য দেখাল তৃণমূল। খুলনা কৃষি সমবায় সমিতির ন’টি আসনেই জয়...

গরমের ছুটি কমে মাত্র ছ’দিন! নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি কমিয়ে আনল মধ্যশিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যজুড়ে পর্ষদ-অনুমোদিত স্কুলগুলিতে ২০২৬...

সংবিধান নিয়ে ছেলেখেলা শুরু করেছে বিজেপি! প্রতিবাদ জানিয়ে পথে মহিলা তৃণমূল 

দেশের সংবিধান নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার অ্যাকাডেমি অফ...

SIR-এর অতিরিক্ত চাপেই মৃত্যুমিছিল? লোকসভায় কমিশন – বিজেপিকে আক্রমণ কল্যাণের

বিএলওদের উপর অমানবিক কাজের চাপ, মৃত্যু ও অসুস্থতার ঘটনার জন্য দায়ী কে? এই প্রশ্ন তুলেই লোকসভায় কমিশন ও...
Exit mobile version