প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত হন তিনি। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করা হয়।
বাংলা চলচ্চিত্রে দীর্ঘ সময়ের অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। একাধিক যুগ পরিবর্তন দেখেছেন তিনি। একদিকে যেমন সত্যজিৎ রায় (Satyajit Ray), তপন সিনহার (Tapan Sinha) চলচ্চিত্রের অভিনয় করেছেন। তেমনই হাল আমলের ওয়েব সিরিজও (web series) তাঁকে দেখা গিয়েছে। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কল্যাণ। আবার সাম্প্রতিক সময়ের ‘তানসেনের তানপুরা’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘ধন্যি মেয়ে’।
আরও পড়ুন : গাড়ির ধাক্কা! কুনো-র নিখোঁজ চিতা শাবকের মর্মান্তিক মৃত্যু
পরিবার সূত্রে জানা গিয়েছে, কল্যাণ চট্টোপাধ্যায় (Kalyan Chattopaadhyay) দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন। টাইফয়েড, ম্যালেরিয়ার মতো অসুখে হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। এরপর রবিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
–
–
–
–
–
–
