Tuesday, December 9, 2025

অভিষেকের অভিযোগে মিলল প্রমাণ! ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনা কেন্দ্রের 

Date:

১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য। মেনে নিল কেন্দ্রীয় সরকার। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে তথ্য দিল কেন্দ্র। তাতে স্পষ্ট  যে ১০০ দিনের কাজে কমবেশি বিভিন্ন রাজ্য পেলেও বাংলা এক পয়সাও পায়নি।

লোকসভায় অভিষেক জানতে চেয়েছিলেন,  ২০২৫ সালের অক্টোবর মাস পর্যন্ত ১০০ দিনের কাজে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে। রাজ্যগুলির বকেয়া মেটাতে কত সময় নেওয়া হয়েছে। সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ১০০ দিনের কাজে ব্যবহৃত পণ্যের বকেয়া কত? সময় মত বেতন মিটিয়ে দেওয়ার কোনও পরিসংখ্যান রয়েছে কি? থাকলে প্রকাশ করা হোক।

পরিসংখ্যান দেখে স্পষ্ট যে, ২০২৪-২৫ পর্যন্ত সব রাজ্যের বকেয়া পরিশোধ করা হয়েছে শুধুমাত্র বাংলা ছাড়া। বাংলার টাকা মেটানো হয়নি। অর্থাৎ পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলার ১০০ দিনের টাকা মেটায়নি।

অভিষেকের প্রশ্নে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানিয়েছেন, ১০০ দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। দৈনিক বেতন দৈনিক হিসাবেই বরাদ্দ করা হয় রাজ্যের চাহিদা অনুযায়ী। নতুন অর্থ বছর শুরুর আগেই আগের অর্থবর্ষের সব টাকা মিটিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী এত কিছু বললেও বাংলাকে যে একটা টাকাও দেওয়া হয়নি তা উল্লেখ করলেন না।

বাংলা বাদে অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে ৬৯ হাজার কোটিরও বেশি টাকা পেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের বাকি অংশের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে, তাতেও বাংলার নাম নেই। গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত কাজের জন্য আরও প্রায় ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানেও নেই বাংলার নাম।

আরও পড়ুন – সোনাগাছি যৌনপল্লীতে SIR ক্যাম্প: দুদিনে সবার ফর্ম ফিলাপের লক্ষ্য কমিশনের!

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সংবিধান নিয়ে ছেলেখেলা শুরু করেছে বিজেপি! প্রতিবাদ জানিয়ে পথে মহিলা তৃণমূল 

দেশের সংবিধান নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার অ্যাকাডেমি অফ...

SIR-এর অতিরিক্ত চাপেই মৃত্যুমিছিল? লোকসভায় কমিশন – বিজেপিকে আক্রমণ কল্যাণের

বিএলওদের উপর অমানবিক কাজের চাপ, মৃত্যু ও অসুস্থতার ঘটনার জন্য দায়ী কে? এই প্রশ্ন তুলেই লোকসভায় কমিশন ও...

বাংলাভাষীদের ঘর জ্বলল ওড়িশায়: তথ্য চাপতে বন্ধ ইন্টারনেট!

বিজেপি শাসিত ওড়িশা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে বাংলাভাষী মানুষের জন্য। ক্রমশ স্থানীয় মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল করে...

মাহিকার পোশাক নিয়ে কুমন্তব্য, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন পাণ্ডিয়া

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর এবার হার্দিক পাণ্ডিয়ার(Hardik Pandya )সঙ্গে মাহিকার সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। ভারতীয় দলের তারকা...
Exit mobile version