একটা গোটা সপ্তাহ জুড়ে একের পর এক উড়ান বাতিলের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি আর লোকসানের পর অবশেষে ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo Airlines) বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর দৈনিক অন্তত ১১০টি উড়ান কেড়ে নেওয়া হতে পারে সংস্থার থেকে। মঙ্গলবার বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক (Ministry of Civil Aviation)।
গত সাত দিন ধরে যেভাবে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে তার সম্পূর্ণ দায়ভার ইন্ডিগোর বলে মনে করছে কেন্দ্রীয় মন্ত্রক। তাই শাস্তি হিসেবে প্রাথমিকভাবে ১১০ টি ফ্লাইট সংস্থার কাছ থেকে নিয়ে নেওয়া হতে পারে। পরবর্তীতে আরও পাঁচ শতাংশ বিমান কেড়ে নেওয়া হবে। পাশাপাশি ইন্ডিগো কে কড়া জরিমানাও দিতে হবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিগোর থেকে যে বিমানগুলো নিয়ে নেওয়া হবে তা অন্যান্য বিমান সংস্থা যাদের পরিষেবা ঠিক রয়েছে তাদেরকে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।পরিষেবার দিক থেকে ভারতে অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইন্ডিগো। প্রত্যেকদিন অন্তত ২৩০০ বিমান চলাচল করে। গত সপ্তাহের থেকে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মঙ্গলবারও অন্তত আড়াইশোটি উড়ান বাতিল বলে জানা গেছে।

–

–

–

–

–

–

–



