বরাবরই তিনি ভক্তিবাদী, ঈশ্বরের প্রতি অগাধ আস্থা। কলকাতায় এলেই যান কালীঘাট মন্দিরে। গুয়াহাটি গেলে কামাখ্যা দর্শন করেন। এবার কটকে প্রথম টি২০ ম্যাচের আগে জগন্নাথ ধামে গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মঙ্গলবার থেকে কটকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ। তার আগে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন গম্ভীর।।ভারতীয় দলের সাফল্যের জন্য বিশেষ পুজোও দেওয়া হয় মন্দিরে।
হেড কোচ গৌতম গম্ভীরর (Gautam Gambhir)সঙ্গে ছিলেন তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দররা। ভারত অধিনায়ক সূর্যকুমার মন্দিরে ঢোকার সময় ‘জয় জগন্নাথ’ ধ্বনি দেন। সূর্যের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টিও। সিংহ দুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করেন ভারতীয় দলের তারকারা। মন্দিরে যাতে কোনও বিশৃঙ্খলা না ছড়ায় তার জন্য সতর্ক ছিল পুলিশ প্রশাসন।
ভারতীয় দলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুরীর পুলিশ প্রধান প্রতীক সিং বলেন, “আমরা ভারতীয় দলের জন্য বিশেষ ব্যবস্থাপনা করেছিলাম। কোনও সমস্যা হয়নি। তাঁরা নির্বিঘ্নেই ঈশ্বরদর্শন করেছেন।” হিন্দুদের চার ধামের মধ্যে এক ধাম পুরী। সমুদ্র তীরের এই শহর খুবই পবিত্র।
–
–
–
–
–
