বিএলওদের উপর অমানবিক কাজের চাপ, মৃত্যু ও অসুস্থতার ঘটনার জন্য দায়ী কে? এই প্রশ্ন তুলেই লোকসভায় কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আলোচনায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, কমিশন ও বিজেপির যৌথ কারচুপিতেই চলছে ভোটচুরি, আর তার বোঝা বইতে হচ্ছে সাধারণ সরকারি কর্মীদের।
সাংসদের দাবি, এসআইআরের কাজ শুরু হওয়ার পর থেকেই অস্বাভাবিক মাত্রায় চাপের মুখে পড়েছেন বাংলার বিএলওরা। তাঁর বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত দায়িত্ব ও মানসিক চাপের জেরে ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন ২০ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের, অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫ জন। আরও তিনজন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রশ্ন তোলেন, বাংলায় চলা এই নিবিড় সংশোধন প্রক্রিয়ার আসল উদ্দেশ্য কী? কেন এত তাড়াহুড়ো ও অস্বচ্ছতার অভিযোগ উঠছে? তিনি ইঙ্গিত দেন, ভোটের আগে রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যেই এই চাপ সৃষ্টি করা হচ্ছে, যা সরকারি কর্মীদের জীবনে বিপর্যয় ডেকে আনছে।
সাংসদের বিস্ফোরক বক্তব্যে সংসদে মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, মানুষের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিয়ে কোনও নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। তাঁর দাবি, মৃত ও আক্রান্ত কর্মীদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র ও কমিশনকে জবাবদিহি করতেই হবে।
আরও পড়ুন- বাংলাভাষীদের ঘর জ্বলল ওড়িশায়: তথ্য চাপতে বন্ধ ইন্টারনেট!
_
_
_
_
_
_
_
