সম্প্রতি সোনালি বিবি তাঁর নাবালক ছেলেকে নিয়ে মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে রাজ্যে ফিরেছেন। এখনও সোনালির (Sunali Khatun) স্বামী ও আরও চারজন বাংলাদেশে রয়েছেন। মঙ্গলবার কোচবিহার (Coochbihar) রাসমেলার মাঠে জনসভা থেকে এবার এ বিষয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ান বাংলায় এনআরসি (NRC) হবে না বলেও।
কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, সোনালিদের (Sunali Khatun) ছাড়িয়ে এনেছি, এবার বাকি চারজনকেও ছাড়িয়ে নিয়ে আসব। সোনালির কথা আরও বলেন মুখ্যমন্ত্রী। জানান, ভারতীয় নাগরিক। সব কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁকে বিএসএফ (BSF) নিয়ে গিয়ে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দিল। তার পরে শুরু হল অত্যাচার। এমনকি খেতে পাননি। বাংলা থেকে খাবারের জন্য টাকা পাঠানো হত। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কিছুই করা হয়নি, বলে অভিযোগ করেন। আমরা তাঁকে জেল থেকে ছাড়িয়ে এনেছি।

মৎস্যজীবীদের নিয়ে মুখ্যমন্ত্রী জানান, সুন্দরবনের ৩২ জন মৎস্যজীবী তাঁরা দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিলেন তাঁদের ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। এমনকি বাংলাদেশেরও কিছু লোক এপারে ছিলেন তাঁদেরও আমরা ছেড়ে দিয়েছি।

আরও পড়ুন : কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই: কোচবিহার থেকে দলের কর্মীরদের বার্তা দলনেত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, যতই চক্রান্ত করো বাংলায় এনআরসি হবে না। আমরা এনআরসি মানি না, মানব না। ডিটেনশন ক্যাম্প হবে না। নিশ্চিন্তে থাকুন। আমি কাউকে বিভেদ করতে দিই না। বাংলাকে ঐক্যবদ্ধ রাখব।

–

–

–

–

–


