বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সফর থেকে ফেরার পরই তিনি গায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে তিনটের কিছু পরে হঠাৎই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রায় পনেরো মিনিট সেখানে থাকেন তিনি। চিকিৎসকদের কাছ থেকে নচিকেতার বর্তমান পরিস্থিতি, অস্ত্রোপচারের সফলতা এবং পরবর্তী চিকিৎসার দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি গায়ককে শরীরের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন বলেও জানা গিয়েছে।
দিন কয়েক আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় সংগীতশিল্পী। পরীক্ষা করে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে। শনিবার দুটি স্টেন্ট বসিয়ে সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এরপর থেকেই গায়কের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রের খবর। ইতিমধ্যেই তাঁকে আইসিইউ থেকে সরিয়ে সাধারণ বেডে আনা হয়েছে। স্বাভাবিক ভাবে খাবার খাচ্ছেন, কথা বলছেন এবং বই পড়তেও দেখা গিয়েছে তাঁকে। যদিও সুস্থতার ইঙ্গিত মেলে, চিকিৎসকেরা জানিয়েছেন এখনই নচিকেতাকে বাড়ি ফেরানোর মতো পরিস্থিতি নয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। পুরোপুরি স্থিতিশীল হলে তবেই হাসপাতাল থেকে ছাড়া হবে।
আরও পড়ুন- জেডএসআই-এর বড় আবিষ্কার! মেঘালয়ে মিলল দুটি নতুন ‘সালটিসিডি’ মাকড়সা
_
_
_
_
_
_
_
