দুর্ঘটনার শিকার গায়ক মোহিত চৌহান (Mohit Chauhan)। ভোপালের এক মঞ্চে অনুষ্ঠান করতে করতে আচমকা পড়ে গেলেন তিনি। হতচকিত হয়ে যান আয়োজক থেকে দর্শকরা। দ্রুত গায়ককে ধরে তোলা হয়। মোহিত জানিয়েছেন তাঁর সেভাবে কোন চোট আঘাত লাগেনি। তিনি আপাতত সুস্থ আছেন।
‘চিকরি’ গায়ক সোমবার সন্ধ্যায় ভোপালে এইমসে একটি শো করতে গিয়েছিলেন। মঞ্চে তাঁর অনুষ্ঠান পরিবেশনায় যখন বুঁদ হয়ে আছেন দর্শকরা, তখন হঠাৎ করে দুর্ঘটনা। গান গাইতে গাইতে অনুরাগীদের দিকে এগিয়ে যাওয়ার সময় আলোর স্ট্যান্ডের একটি অংশে পা আটকে কার্যত মুখ থুবড়ে পড়েন শিল্পী। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁর দলের অন্যান্য সদস্যরা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে গায়ককে।
–
–
–
–
–
–
–
–
