বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় ‘রোকেয়া মিনার’ এ যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। এই উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় এবং তাঁর অবদান স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, বিশ্বকোষ পরিষদের সহসভাপতি ড. সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক নীলাদ্রি সেনগুপ্ত, আল হিলাল মিশনের কর্মকর্তা ইমতিয়াজ কালাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা রোকেয়া সাখাওয়াত হোসেনের শিক্ষার আলো ছড়ানোর এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন। স্মরণসভায় অংশগ্রহণকারীরা তাঁর আদর্শকে তুলে ধরে সমাজে নারী শিক্ষার প্রসার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় থাকার শপথ নেন। অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় জনসমক্ষে তুলে ধরা হয় রোকেয়ার দৃষ্টিভঙ্গি, যা আজও সমাজে শিক্ষার আলো জ্বালাতে প্রেরণা জুগাচ্ছে।
আরও পড়ুন- নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
_
_
_
_
_
_
_
_
