পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন, ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। কিন্তু ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি। কিন্তু ক্রিকেটের ২২ গজে স্বমহিমায় ফিরতে তৈরি স্মৃতি।তবে বিতর্কের মধ্যেই স্মৃতির একটি পুরনো সাক্ষাৎকারের অংশ ভাইরাল হয়েছে যেখানে স্মৃতিতে বলতে শোনা যায় জীবনের সবকিছুই শূন্য থেকে শুরু করতে হয়। পুরনো সাক্ষাৎকার হলেও এই উক্তি স্মৃতির বর্তমানের সঙ্গে বেশ মানানসই। সেকারণেই আবারও তারকা ব্যাটারের কথা মনে পড়ছে নেটদুনিয়ার।
অতীতে একটি সাক্ষাৎকারে স্মৃতি (Smriti Mandhana) বলেছিলেন, “প্রত্যেকটা দিনই নতুন করে শুরু করতে হয়। কারণ শূন্য থেকেই প্রত্যেকটা ইনিংস শুরু হয়। সেঞ্চুরির ইনিংসটাও শুরু হয় শূন্য থেকেই। আমার জীবনে এটাই সবচেয়ে বড় শিক্ষা। প্রত্যেকটা দিন নতুনভাবে শুরু করা উচিত।”

গত ২৩ শে নভেম্বর বলিউড সুরকার পলাশের সঙ্গে স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন বিপর্যয় ঘটে সকালে। ক্রিকেটারের বাবা অসুস্থ হয়ে পড়েন। এরপরে বিয়ে সাময়িক স্থগিত করে দেন। কিন্তু এরপরও ঘটে আরও বেদনা দায়ক ঘটনা। প্রেমিক পলাশের নারী গঠিত একের পর এক পুরনো কাহিনী প্রকাশ্যে আসে, যার ফলে পলাশের সঙ্গে বিয়ে পুরোপুরি ভেঙে দিয়েছেন। কিন্তু বিয়ে ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক।

–

–

–

–

–

–



