আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি কমিয়ে আনল মধ্যশিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যজুড়ে পর্ষদ-অনুমোদিত স্কুলগুলিতে ২০২৬ সালে গরমের ছুটি থাকবে মাত্র ৬ দিন। এতদিন যেখানে ১১ দিনের ছুটি কার্যকর ছিল, সেখানে নতুন সিদ্ধান্তে ছুটির সময়সীমা প্রায় অর্ধেকে নেমে এল।
পর্ষদ সূত্রে খবর, ২০২৬ সালে গরমের ছুটি শুরু হবে ১১ মে এবং চলবে ১৭ মে পর্যন্ত। শিক্ষাবর্ষের সময়সূচি পুনর্বিন্যাস করে এই নতুন ক্যালেন্ডার প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। গরমের ছুটি কমে গেলেও পুজোর ছুটিতে কোনও রকম কাটছাঁট হয়নি।

আগের মতোই দুর্গাপুজো, কালীপুজো ও ভাইফোঁটার সময় টানা ২৫ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ পুজোছুটির সময়সূচি বজায় রাখার সিদ্ধান্তে অভিভাবক ও শিক্ষক মহলে স্বস্তি ফেরার পাশাপাশি, গরমের ছুটি কমে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিদ্যালয় মহলে। পর্ষদ জানিয়েছে, পাঠদিবসের সংখ্যা সুসমভাবে বজায় রেখে শিক্ষাবর্ষকে আরও সুশৃঙ্খল করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন- সংবিধান নিয়ে ছেলেখেলা শুরু করেছে বিজেপি! প্রতিবাদ জানিয়ে পথে মহিলা তৃণমূল

_

_

_

_

_

_
_


