একদিনের সিরিজ যেখানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ সেখান থেকেই শুরু করল টিম ইন্ডিয়া(Team India)। কটকে প্রথম ম্যাচেই দাপুটে জয় ভারতীয় দলের। বুমরাহ-বরুণদের দাপটে টিম ইন্ডিয়া(Team India) প্রথম টি২০ ম্যাচ জিতল ১০১ রানে। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অন্তত প্রথম একাদশ নিয়ে পরীক্ষার পথে হাঁটলেন না ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সামনে বিশ্বকাপ সেই লক্ষ্যে এখন থেকেই টিম কম্বিনেশন তৈরির কাজটা শুরু করে দিয়েছেন গম্ভীর। চোট সারিয়ে দলে ফিরলেন শুভমান গিল এবং হার্দিক পাণ্ডিয়া। দুই প্রত্যাবর্তনকারীর মধ্যে একজন স্বস্তি দিলেন অন্যজনকে নিয়ে থাকল অস্বস্তি।
গত ১৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। ২৪ দিন পর সেই উদ্বেগের অবসান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ফিরলেন, কিন্ত বেশি রান করতে পারলেন না। মাত্র ৪ রানে আউট হলেন। বড় রান পেলেন না অভিষেক শর্মাও।
এদিন মাত্র ১৭ রানে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সূর্যকুামর ১২ রানে আউট হলেন। এরপর খানিকটা পালটা লড়াই শুরু করেন তিলক বর্মা, অক্ষর প্যাটেল। ২৮ বলে অপরাজিত ৫৬ রান করলেন পাণ্ডিয়া।
হার্দিকের অনবদ্য ইনিংসে ভর করেই কোনওক্রমে কটকে সম্মানজনক স্কোর তোলে ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত ১৭৫ রান করে ভারত(Team India)।
টি২০তে এখন ১৭৬ রান তোলা কঠিন নয়, কিন্তু প্রোটিয়া ব্যাটিংকে মাথা তুলতেই দিল না ভারতের বোলাররা। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করলেন ব্রেভিস। ৭৪ রানেই অল আউট প্রোটিয়ারা।
ভারতের হয়ে বুমরাহ, বরুণ, অর্শদীপ, অক্ষর দুটি করে উইকেট নিলেন। একটি করে উইকেট পেলেন পাণ্ডিয়া ও দুবে। টি২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন বুমরাহ।
