ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় সমস্যায় পড়া মানুষদের সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কোচবিহারের (Coochbihar) রাসমেলা মাঠে জনসভা থেকে দলনেত্রী বলেন, বিএলএরা (BLA) যেমন কাজ করছেন করবেন। দলও যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে। এদিন সরব হন এসআইআরের (SIR) নামে ভোটবন্দি ইস্যুতেও।
এসআইআর নিয়ে আরও একভার ভীত না হওয়ার বার্তা দিলেন দলনেত্রী। বললেন, কোনও ভোটারকে (voter) হেয়ারিং প্রক্রিয়ায় (hearing) ডাকা হলে তিনি যেন যা কাগজপ্রত্র আছে তা নিয়ে যান। কোনও ডকুমেন্টের (document) দরকার হলে সরকার ও দল সাহায্য করবে। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে সেই বুথ হবে। সেখান থেকে সব সাহায্য পাওয়া যাবে।

আরও পড়ুন : BSF অত্য়াচার করলে মহিলারা সামনে থাকবে: বিজেপির স্বৈরাচার ঠেকাতে মমতার নির্দেশ

এদিনই দলকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যুদ্ধ যখন বাঁধে সবাইকে কাঁধে-কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়। একইসঙ্গে বিজেপি ভোটবন্দি নিয়ে ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, কখনও নোটবন্দি, কখনও এসআইআরের নামে ভোটবন্দি। ১ কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি মৃত দেখানো হচ্ছে।

–

–

–

–

–

–


