ঋষি বঙ্কিমচন্দ্রকে ‘দা’ সম্মোধনে নতুন করে ‘প্রচারের আলোয়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতিবাচক প্রচার হলেও ভুল করে দুদিন পরেও ক্ষমা চাননি নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই ঘটনার পরে বারবার বিজেপির তরফ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ‘বন্দেমাতরম’ (Vandemataram) আলোচনাকে বিজেপির মিডিয়া সেলের তরফ থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখানোর চেষ্টা চলেছে আদতে বিজেপি কতটা বঙ্কিমচন্দ্র-প্রেমী। কিন্তু বঙ্কিমচন্দ্রের (Bankim Chandra Chattopadhyay) অপমানের মধ্যে দিয়ে দেশের সব মনীষীকেই অপমান করা হয়েছে বলেই মত ‘বন্দেমাতরম’-এর স্রষ্টার প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়ের (Sajal Chattopadhyay)।
বাংলায় ঋষি বঙ্কিমের নামে কলেজ স্বাধীনতার সময় থেকে রয়েছে। তা সত্ত্বেও বাংলায় বঙ্কিমকে নিয়ে কিছু হয়নি বলে অভিযোগ করেছিলেন বঙ্কিম-প্রপৌত্র (great grandson) সজল চট্টোপাধ্যায়। তবে সংসদে যেভাবে নরেন্দ্র মোদি ‘বঙ্কিমদা’ বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়ের অপমান করেছেন তাতে সরব হতে বাধ্য হয়েছেন সজল। তিনি দাবি করেন, এই উক্তিতে লজ্জিত, দুঃখিত, না কি রাগ হচ্ছে। তিনটেই হচ্ছে। জানি না কেন বলেছেন উনি। এটা নিয়ে যত বলব তত বিতর্ক। যে-ই বলুক ওনাদের ছোট করার ক্ষমতা আমাদের নেই। যদি ভুল করেও ছোট করে ফেলি, সেই ক্ষমতাও আমাদের নেই। বঙ্কিমবাবুকে (Bankim Chandra Chattopadhyay), রবীন্দ্রনাথকে বা যে কোনও মনীষীকে ছোট করাকে বা নাম ধরে দাদা বলা বা অসম্মান জানানোর প্রতিবাদ জানাচ্ছি।
আরও পড়ুন : বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ- বাঙালি মনীষীদের লাগাতার অপমান কেন্দ্রের, সংসদে মৌন প্রতিবাদে তৃণমূল
আদতে বিষয়টা এখানেই শেষ হয়নি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্রসিং শেখাওয়াত (Gajendra Singh Sekhawat) ‘বন্দেমাতরম’ নিয়ে আলোচনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামই ভুল বললেন। সজল চট্টোপাধ্যায়ের দাবি, এটা বিজেপির অজ্ঞতা। তিনি স্পষ্ট জানান, এটা একদমই না জানার, অজ্ঞতার পরিচয়। এটা আমি নয়। সারা ভারতবাসীর কাছে লজ্জার বিষয়। যে একজন মনীষীর নাম আমি ভুল বলব। আমি জানি না, বলব না।
–
–
–
–
–
–
