সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন করায়ত্ত করার খেলা শেষ। এবার শুরু হয়েছে ভোটবন্দি। আর বিরোধীরা যেই সেই এসআইআর-এর (SIR) নামে ভোটবন্দির খেলা প্রতি পদে পদে ধরে দিতে শুরু করেছে, বেজায় বেকায়দায় নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। এবার তা প্রকাশ করে ফেললেন নরেন্দ্র মোদির সেকেন্ড ইন-কম্যান্ড অমিত শাহ (Amit Shah)। সংসদে সরাসরি গালি (slang) দিয়ে ফেললেন তিনি।
বুধবার বিরোধীদের চাপে অবশেষে লোকসভায় (Loksabha) এসআইআর নিয়ে আলোচনায় বাধ্য হয় বিজেপির স্বৈরাচারী সরকার। সেখানে একের পর এক নির্বাচন কমিশন (Election Commission) ও কেন্দ্রের বিজেপি সরকারের মুখোশ খুলতে থাকেন বিরোধী সাংসদরা। আর সেই তির সোজা এসে বিঁধতে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহকে। শেষ পর্যন্ত চাপে পড়ে নিজের বক্তব্য রাখার সময় সংযম হারান অমিত শাহ (Amit Shah)। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রশ্নের জবাব দিতে গিয়ে বলে ফেললেন ‘শালা’ (slang)।

আরও পড়ুন : নরেন্দ্র হলেন ‘বাজপেয়ি’! সংসদে এ কি বললেন অভিজিৎ

অমিত শাহ সংসদে দাঁড়িয়ে যে মেজাজ হারিয়েছেন, তা তাঁর গালাগালিতেই স্পষ্ট। শাহর মুখ থেকে গালি বেরোতেই প্রতিবাদে সরব হন বিরোধী সাংসদরা। পরে বিরোধীরা সকলেই এই আচরণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) কটাক্ষ করে জানান, অমিতদা যেই আপনি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা জেতার স্বপ্ন দেখতে শুরু করলেন ওমনি আপনি আপনার মাথা আর জিভের সংযম হারালেন – চিল চিল ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল। বাংলায় শুধু তৃণমূল (TMC)।

Amit Da -when you start dreaming of winning Bengal with the help of the Chunav Ayog you start to lose control of your tongue and mind…Chill
Thanda Thanda Cool Cool
Bengal mein sirf Trinamool! pic.twitter.com/eUIbytxVSx— Mahua Moitra (@MahuaMoitra) December 10, 2025
–

–

–

–

–



