Wednesday, December 10, 2025

এক ডায়লগে বাজিমাৎ, রিয়েল এস্টেট প্রকল্পের প্রমোশনকে কনসার্টে পরিণত করলেন শাহরুখ

Date:

তিনি ভারতীয় বিনোদন জগতের (Indian entertainment industry) রোমান্টিক আইকন। চোখের চাহনি থেকে কথা বলার এক্সপ্রেশনে বুঁদ মহিলা মহল। বয়স বাড়লেও ‘ কিং ক্রেজ’ এতটুকু কমেনি। তাই তো বিয়ে বাড়ি থেকে প্রদর্শনী যেখানেই উপস্থিত হন শাহরুখ খান (Shahrukh Khan), সেখানেই তৈরি হয় ম্যাজিক। সম্প্রতি তার সাক্ষী হল দুবাই এক্সিবিশন সেন্টার (Dubai exhibition centre) । এক রিয়েল এস্টেট প্রকল্পের প্রোমোশন অনুষ্ঠানকে এক নিমেষে কনসার্টে পরিণত করে দিলেন বলিউড বাদশা। এক ডায়ালগই তৈরি করে দিল শাহরুখ-ম্যানিয়া।

দুবাইয়ের অনুষ্ঠানে প্রায় ছ-হাজার জনতার সামনে গ্র্যান্ড এন্ট্রি নিতে নিতে কিং খান (SRK) বললেন “ইতনি শিদ্দত সে ম্যায়নে তুমহে পানে কি কৌশিশ কি হ্যায়, কি হর জাররে নে মুজহে তুমহে মিলানে কি সাজিশ কি হ্যায়।” ব্যাস, ‘ওম শান্তি ওম’ সিনেমার এই ডায়লগ শাহরুখের কাছ থেকে শোনা মাত্রই বিভোর হয়ে পড়েন এক্সিবিশনে আসা প্রত্যেকে। কেউ বলছেন স্বপ্নের মতো মনে হচ্ছে, এখনো বিশ্বাস করতে পারছি না ; তো কেউ বলছেন এটাই জীবনের সেরা প্রাপ্তি। পরপর দু’বছর সিনেমা মুক্তি না পেলেও বলিউডের ‘জওয়ান’ খানের প্রভাব যে কতটা সুদূরপ্রসারী তা আরও একবার বোঝা গেল। এখানেই শেষ নয় ‘পাঠান’ ছবির ‘ঝুমে জো পাঠান’ গানেও এদিন সিগনেচার স্টেপ করে দেখান বাদশা। সিনিয়র সিটিজেন হয়েও জীবনীশক্তিতে ভরপুর তাঁর নিখুঁত পারফরম্যান্স মন জিতে নেয় দর্শকদের। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের সঙ্গে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ভাবনা ও আদর্শের কথা ভাগ করে নিয়েছেন শাহরুখ। কঠিন পরিশ্রমই যে সফলতার মূল মন্ত্র সে কথা জানাতেও ভোলেননি কিং খান। তাঁর প্রত্যেকটা কথায় হাততালি আর উল্লাস বুঝিয়ে দেয় কেন তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বলিউডের সিংহাসনে শুধু তাঁরই আধিপত্য, তা সে তিনি প্রতিবছর সিনেমা করুন বা কয়েক বছরের বিরতিতে কামব্যাকের ক্যারিশমায় হৃদয় জিতুন অনুরাগীদের। বলিউড রোমান্সের প্রথম এবং শেষ কথা একজনই, তিনি শাহরুখ খান।

 

Related articles

ইন্ডিগো-র সিইও-কে এতদিনে তলব GDCA-র! মাঠে নেমে তদন্তে আধিকারিকরা

১০ ডিসেম্বর থেকে গোটা দেশে স্বাভাবিক হতে পারে ইন্ডিগো-র বিমান পরিষেবা। এমন সম্ভাবনার কথা জানানো হয়েছিল সংস্থার তরফে।...

বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া ৫৩৬৯৫ কোটি! তৃণমূলের চিঠি সংসদীয় কমিটিকে

কেন্দ্রের থেকে বাংলা শুধু বঞ্চনাই পেয়েছে। শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে বাইরে বাংলার বকেয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন...

উদয়-অনামিকার দাম্পত্যে ভাঙ্গন! টলিপাড়ার চর্চায় টেলিপর্দার রিয়েল লাইফ জুটি 

বছর শেষেই কি আরও এক বিচ্ছেদের খবর আসতে চলেছে টলিপাড়ায়? ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) সোশ্যাল...

মেসিকে নিয়ে মোহনবাগানের অভিনব ভাবনা, উপহার তালিকায় থাকছে বিশেষ চমক

মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। কলকাতায় আসছেন লিও মেসি(Leo Messi)। মাত্র কয়েক ঘণ্টার ঝটিকা সফর,  কিন্তু তাতেই...
Exit mobile version