রাজ্যজুড়ে শীতের চেনা মেজাজ। বৃহস্পতির সকাল থেকেই দক্ষিণবঙ্গের পারদ পতন অব্যাহত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Lowest temperature) আজ ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রির চারপাশে ঘোরাফেরা করবে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই জেলায় জেলায় বেড়েছে শীতের কাঁপন। আগামী এক সপ্তাহ মোটামুটি এরকমই পরিস্থিতিই থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।
উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশা থাকলেও বড় কোনও সতর্কবার্তা নেই। আগামী ছয় সাত দিন উত্তুরে হাওয়ার দাপট থাকায় বাংলার সর্বত্র শীতের মেজাজ বজায় থাকবে। এদিন দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৪ ডিগ্রিতে।পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে। রাজ্যে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দেশের নিরিখে মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানাতে শৈত্য প্রবাহ বজায় থাকবে।

–

–

–

–

–

–

–

–


