সংসদ হামলার ২৪ বছর পূর্তি হল শুক্রবার। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদেরা (MP)। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে উপস্থিতছিলেন না কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও পূর্ণমন্ত্রী। বিরোধী সাংসদরা বিষয়টি নিয়ে সরব হতেই ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন (C P Radhakrishnan)। বিরোধী সাংসদদের দাবি, অধিবেশনে একজনও পূর্ণমন্ত্রীর উপস্থিত না থাকাটা সভার অপমান।
এদিন, সংসদ হামলার ২৪ বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পরেই বিরোধী সাংসদেরা লক্ষ্য করেন, রাজ্যসভায় (Rajya Sabha) কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত নেই। চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান তাঁরা। অধিবেশন মুলতুবি করে দেওয়ার আর্জি জানান। পরিস্থিতির চাপে মোদি সরকারের এক প্রতিমন্ত্রীকে রাধাকৃষ্ণন অনুরোধ করেন, অন্তত অন্তত একজন পূর্ণমন্ত্রীকে উপস্থিত হতে বলার জন্য। বলেন, “আমি সভার কর্মপদ্ধতি সম্পর্কে জানি। তাই আমি মন্ত্রীদের অনুরোধ করেছি, অন্তত একজন পূর্ণমন্ত্রীর আসুন।” কিন্তু তাতে কাজ হয়নি।
এই অবস্থায় পাঁচ মিনিট অপেক্ষা করেন চেয়ারম্যান। তার পরেও কোনও পূর্ণমন্ত্রী না আসায় বিরোধী সাংসদেরা অধিবেশন মুলতুবির দাবি জানাতে থাকেন। কংগ্রেস (Congress) সাংসদ জয়রাম রমেশ বলেন, “এটা সভার অপমান। পূর্ণমন্ত্রীরা না আসা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিন।” কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত না- ওয়ায় ১০ মিনিটের জন্য সভা মুলতুবি করে দেন রাধাকৃষ্ণন।
–
–
–
–
–
–
–
