Monday, December 15, 2025

সাধারণ মানুষের বাজারের অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে আরও এক ধাপ এগোল রাজ্যের সুফল বাংলা প্রকল্প। এ বার থেকে সকালের পাশাপাশি সন্ধেবেলাতেও কলকাতা ও লাগোয়া জেলার গুরুত্বপূর্ণ বাজারগুলির বাইরে বসবে সুফল বাংলার স্টল। প্রথম পর্যায়ে মোট ৩৫টি কেন্দ্রে এই সন্ধ্যার পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও ৫০টি ভ্রাম্যমাণ গাড়ি নামানোর পরিকল্পনাও রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

দফতরের মন্ত্রী বেচারাম মান্না জানান, বর্তমানে বহু মানুষ অফিসফেরত সময়ে বা সন্ধ্যার দিকেই বাজার করতে স্বচ্ছন্দ বোধ করেন। সেই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তাঁর বক্তব্য, সন্ধেবেলার স্টল চালু হলে অফিসফেরত মানুষ ও নিয়মিত সন্ধ্যার বাজারে আসা ক্রেতারা ন্যায্য দামে সবজি ও অন্যান্য কৃষিপণ্য সহজেই পাবেন।

নবান্ন সূত্রের খবর, প্রথম ধাপে কলকাতার ১৪টি গুরুত্বপূর্ণ এলাকায় সন্ধ্যায় সুফল বাংলার স্টল বসবে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে আরও ২১টি জায়গায় এই পরিষেবা চালু করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলাতেও সন্ধ্যার এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে রাজ্য জুড়ে সাড়ে সাতশোরও বেশি সুফল বাংলা স্টল চালু রয়েছে। নতুন এই উদ্যোগে শহর ও শহরতলির মানুষের কাছে ন্যায্য দামে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশাবাদী রাজ্য প্রশাসন।

আরও পড়ুন – মহিলা সাংসদদের মধ্যে মন কষাকষি! মেটাতে দিল্লিতে বৈঠক ডাকলেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...
Exit mobile version