Monday, December 15, 2025

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন

Date:

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও ভোটার যাচাইয়ের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনও নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। নাগরিকত্ব নিয়ে অভিযোগ উঠলে তা আঞ্চলিক বিদেশি নথিবদ্ধকরণ শাখা (এফআরআরও) এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে যাচাই করা হবে। এই বিষয়ে জেলাশাসকদের ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে।

সোমবার থেকে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার থেকেই বিভিন্ন জেলায় তালিকা ছাপানোর কাজ শুরু হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের মধ্যেই সরকারি ছাপাখানা থেকে তালিকা ছাপিয়ে নেওয়া হবে। মঙ্গলবার সেই খসড়া তালিকা এসডিও, বিডিও এবং জেলাশাসকের দফতরে টাঙানো হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও প্রতিলিপি দেওয়া হবে। নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা প্রশাসনের ওয়েবসাইটেও এই তালিকা পাওয়া যাবে।

কমিশন সূত্রে জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পরেও পুনর্যাচাইয়ের কাজ চলবে। কারণ, প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের তথ্য ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, যেগুলি বিভিন্ন দিক থেকে যাচাই করা প্রয়োজন। সেই কাজ চলাকালীন ব্যক্তি ও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ওঠা দাবি ও অভিযোগ গ্রহণ করা হবে।

ইতিমধ্যেই কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। কোথাও জীবিত ভোটারের নাম থাকলেও তিনি এনুমারেশন ফর্ম পাননি বলে অভিযোগ উঠেছে। আবার কোথাও মৃত ভোটারের নামে ফর্ম জমা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। কমিশনের বক্তব্য, কোনও যোগ্য নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেমন উদ্দেশ্য নয়, তেমনই কোনও অযোগ্য ব্যক্তিকে তালিকাভুক্ত করাও হবে না। বিধি মেনে এই সব অভিযোগ যাচাই করছেন ব্লক লেভেল অফিসাররা। নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে অতীতে যেসব নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, সেগুলি এফআরআরও ও স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টের ভিত্তিতেই বাদ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। এবারও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, খসড়া তালিকায় কারও বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে অভিযোগ উঠলে আগে সম্পূর্ণ যাচাই করতে হবে। যুক্তি ও প্রমাণ ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রতিটি ক্ষেত্রেই সতর্কতার সঙ্গে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- যুবভারতী কাণ্ডে তদন্তে গোয়েন্দা বিভাগ, তলব শতদ্রুর পাঁচ সহকারীকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...
Exit mobile version