সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে এ দিন তিনি উপস্থিত থাকতে পারেননি। একই সঙ্গে জানা গিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আখতার।
আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আখতারই। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সিবিআই সন্দীপকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলবন্দি। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সিবিআই জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটে দাবি করা হয়, ওই আর্থিক দুর্নীতিতে আখতার নিজেও যুক্ত ছিলেন। সেই চার্জশিটের ভিত্তিতেই আদালত তাঁকে সমন পাঠানোর নির্দেশ দেয়।

মঙ্গলবার আদালতে আখতারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সন্দীপ ঘোষের আইনজীবী। তাঁর বক্তব্য, যাঁকে এত দিন ‘হুইসেল ব্লোয়ার’ বলা হচ্ছিল, তাঁকেই এখন অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে। অথচ তাঁর অভিযোগের ভিত্তিতে অন্য অভিযুক্তরা প্রায় এক বছর ধরে জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় আদালতে।শুনানির শেষে আদালত আখতারকে আগামী ২৩ ডিসেম্বর বেলা ১২টায় সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

_

_

_

_

_

_
_


