Thursday, January 29, 2026

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। মঙ্গলবার, সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির আনা অর্থপাচারের সাওয়াল শোনেইনি আদালত। তবে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত চালিয়ে যেতে পারে বলে জানিয়েছে কোর্ট।

বিজেপি (BJP) নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের প্রেক্ষিতে ২০২১-এ ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি। মামলার প্রথম থেকেই নাম জড়িয়েছে কংগ্রেস নেতৃত্বের। অভিযোগ, বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল (Rahul Gandhi)-সহ অনেকে। ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংবাদপত্রটি অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকেই প্রকাশিত হত। তদন্তে সোনিয়া, রাহুলদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ED। তল্লাশি চালিয়েছে ন্যাশনাল হেরাল্ডের দফতরেও। ইডি-র অভিযোগ ছিল, ষড়যন্ত্র করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL)-এর প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে। ইয়ং ইন্ডিয়ান নামের একটি সংস্থা তৈরি করে তাতে সোনিয়া ও রাহুল গান্ধীর সম্মিলিত ৭৬ শতাংশ শেয়ারহোল্ডিং রাখা হয়। ৯০ কোটি টাকার ঋণের বিনিময়ে এই সংস্থা AJL-এর সম্পত্তি দখল করে নেয়- এই অভিযোগে বেআইনি লেনদেনের মামলা রুজু করেছিল ইডি।
আরও খবরমেসি-বিশৃঙ্খলায় বেনজির কড়া পদক্ষেপ রাজ্যের: শোকজ রাজীব কুমার, মুকেশ-সহ ৩জন, সাসপেন্ড অনীশ

এদিন রাহুল-সোনিয়ার বিরুদ্ধে আনা অর্থপাচারের মামলা রাউস এভিনিউ কোর্টে উঠলে কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি মামলাটিকে ‘অদ্ভুত ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেন। তাঁর দাবি, এই মামলায় এক টাকাও লেনদেন হয়নি, কোনও স্থাবর সম্পত্তির হাতবদলও হয়নি। সমস্ত সম্পত্তিই AJL-এর কাছেই আছে। অথচ এই বিষয়টি নিয়ে বিজেপি অতিকথন করেছে। বিচারক বিশাল গোগনি ইডির যুক্তি উড়িয়ে দেন। বিচারকের মতে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। কোনও এফআইআর নেই। সুতরাং এই মামলা ধোপে টেকে না। রাহুল-সোনিয়া ছাড়াও স্যাম পিত্রোদা, সুনীল ভাণ্ডারী, সুমন দুবে, ইয়ং ইন্ডিয়ান ও ডোটেক্স মার্চেনডাইসেক অর্থ পাচার মামলায় অভিযুক্ত করেছিল ইডি। তাঁদের বিরুদ্ধেও তদন্ত শ্লথ হয়ে গেল এই ঘটনায়।

spot_img

Related articles

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...

ইউজিসির ‘বিতর্কিত’ নিয়মে স্থগিতাদেশ! কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন ব্রাত্যর 

নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার...

জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর...

মাধ্যমিকের সময় সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণে নয়া নিয়ম কলকাতা পুলিশের

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026)। রাজ্য জুড়ে স্কুলগুলিতে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।...