বদলে গেছে বাংলা ছবির খোলনলচে। চিরাচরিত রোম্যান্টিক ফ্রেমের বাইরে দাঁড়িয়ে কঠিন সত্যিকে সাহসী পদক্ষেপে সকলের সামনে তুলে ধরার দি ট্রেন্ড শুরু হয়েছে টলিউডে তাকে যোগ্য সঙ্গত করল আতিউল ইসলামের ‘দানব’ (Danob movie directed by Atiul Islam)। ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি এই ছবি দর্শকদের সামনে এক এমন গল্প হাজির করেছে, যা কেবল ভয় ধরায় না, বরং ভিতরে ভিতরে প্রশ্ন তুলে দেয়। সাইকো–থ্রিলার ঘরানার এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে এক সাধারণ মানুষের জীবনযাত্রার চারপাশ জুড়ে ঘুরতে থাকা অব্যবস্থা আর সবকিছু মেনে তিনি অজান্তেই নীরব অন্যায় করার প্রবণতাকে ঘিরে এক বড় প্রশ্ন জাগে দর্শকের মনে। হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্প ধীরে ধীরে দেখায়, কীভাবে অবহেলা, ভুল ধারণা ও নৈতিক স্খলন মিলিয়ে জন্ম নেয় ভয়ংকর পরিণতি। চিত্রনাট্যকার অনুভব ঘোষের (Anubhav Ghosh)কলমে গল্প বাস্তবের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হয়ে ওঠে যে দর্শক সহজেই এর সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পান সহজেই।

ছবি মানে সেখানে একটা রোমাঞ্চ থাকবে কিন্তু তার মাঝেও বাস্তব গল্প বলতে চেয়েছিলেন পরিচালক। সিনেমার প্রসঙ্গে আতিউল ইসলাম (Atiul Islam)ছবিটি প্রসঙ্গে বলেন, “আমি সবসময় বিশ্বাস করি সিনেমা সমাজের দর্পণ। ‘দানব’-এ আমরা দেখাতে চেয়েছি, মানুষ কীভাবে পরিস্থিতির চাপে বদলে যায়। এখানে কোনও চরিত্রই পুরোপুরি কালো বা সাদা নয়—সবাই কোনও না কোনওভাবে ব্যবস্থার ফাঁদে আটকে।” ছবির অন্যতম আবেগঘন চরিত্র উমার ভূমিকায় অভিনয় করা রূপষা মুখোপাধ্যায় জানান, “উমার চরিত্রটা খুব বাস্তব। তার স্বপ্ন, দায়িত্ব আর ভেঙে পড়ার মুহূর্তগুলো আমাকে আলাদাভাবে ছুঁয়েছে। এই চরিত্রের মধ্য দিয়ে আমি এমন এক যাত্রার অংশ হয়েছি, যা দর্শকের মনেও দাগ কাটবে।” নার্স নবনীতা চরিত্রে অভিনয় করা অনিন্দিতা সোম এই ছবিকে তাঁর ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে ব্যাখ্যা করেছেন। ছবি যথাযথ আবহ সংগীত চিত্রনাট্যের সঙ্গে তাল মিলিয়ে থ্রিলারের উপযুক্ত পরিবেশ তৈরি করতে সক্ষম। সিনেমা দেখতে দেখতে এ ছবি চারপাশে ঘটতে থাকা বিভিন্ন ঘটনাপ্রবাহের মাঝে আমাদের চেনা সমাজের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত নীরবতার দিকে যথেষ্ট প্রশ্ন ছুড়ে দেয়। তাই সিলভার স্ক্রিনে গল্প শেষ হলেও মনে থেকে যায় তার প্রভাব।

–

–

–

–

–

–

–

–


