Tuesday, December 16, 2025

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

Date:

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রানীল সেন। তিনি জানান, “এই অনুষ্ঠানটি মাননীয়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। ‘আমরা ধর্ম আমার, ধর্ম তোমার উৎসব সবার’ এই ভাবনায় বিশ্বাস করি।” তিনি জানান, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসবের সূচনা হয়। চলতি বছরে এই উৎসবে ১৫ বছরে পা দিতে চলেছে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর এবং অ্যাপিজে সুরেন্দ্র গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে, কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে। এই উৎসব চলবে ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। তিনি আরও জানান, ক্রিসমাস উৎসবের আবহে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এবং সংলগ্ন এলাকা বিশেষ আলোকসজ্জা ও ব্র্যান্ডিংয়ে সজ্জিত করা হবে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কার্নাক স্ট্রিট এলাকায় বসবে বিশেষ বাস্কিং প্রোগ্রাম। উদ্বোধনের পর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে কলকাতা পুলিশ। এরপর ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত পর্যটন দফতরের উদ্যোগে, তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Related articles

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...
Exit mobile version