বেঁচে আছেন ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (Trinamool Congress Councillor)। তবে তিনি মৃত নির্বাচন কমিশনের কাছে। মঙ্গলবার কমিশনের প্রকাশিত খসড়া তালিকা সামনে আসতেই শ্মশানে গিয়ে প্রতিবাদ দেখালেন ডানকুনির ১৮ নম্বর কাউন্সিলর সূর্য দে। ঘটনায় নির্বাচন কমিশনকেও একহাত নিয়ে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, কমিশন আমাকে মৃত দেখিয়েছে, এখানে এসে ওরা আমাকে পুড়িয়ে দিক।
পূর্ব ঘোষণা মতোই আজ সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট ভোটারদের নামও। এই তালিকা প্রকাশের পর থেকে জনমানসে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এর মধ্যেই দেখা যায়, খোদ তৃণমূল নেতারই নাম খসড়ায় রয়েছে মৃতের তালিকা। আরও পড়ুন: দেশে ফেরানো হল গোয়ার ‘অভিশপ্ত’ নৈশক্লাবের মালিক লুথরা ব্রাদার্সকে

এদিন খসড়া তালিকা প্রকাশের পরেই নিজের নাম খুঁজতে শুরু করেন সূর্য দে। দেখেন তাঁর নাম রয়েছে কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় ‘মৃতে’র তালিকায়। যা দেখে রীতিমত হতভম্ব হয়ে যান ওই তৃণমূল নেতা। ক্ষোভে ফুঁসতে থাকেন। এরপর অনুগামীদের নিয়ে সটান পৌঁছে যান স্থানীয় একটি শ্মশানে। ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আরও বলেন, ”একজন জনপ্রতিনিধি হিসাবে তাঁর সঙ্গে এমন যদি হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা তা বোঝা যাচ্ছে।” এমনকী বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ সূর্য দের। এর প্রতিবাদ জানাতেই শ্মশানে আসা বলেও জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বলে রাখা প্রয়োজন, আজ থেকেই স্থানীয় বুথে বিএলওরা বসবেন বলে ইতিমধ্যে নির্দেশে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার কথা ভেবে শনি এবং রবিবারও তাঁরা থাকবেন। যেখানে তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে, তা জানানো যাবে। তবে সঙ্গে রাখতে হবে আধার কার্ড।

–

–

–

–

–

–


