Wednesday, December 17, 2025

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

Date:

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার ইচ্ছে প্রকাশের চিঠি প্রকাশ্যে। চিঠির তারিখ অনুযায়ী, ১৫তারিখই পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সেই চিঠি নিজের স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ তদন্তের স্বার্থে পদ থেকে অব্যাহতি দিতে চেয়েছেন ক্রীড়ামন্ত্রী। বাম জমানায় এই নজির নেই-সাফ জানান কুণাল।

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় পরেই এই বিষয় নিয়ে ক্ষমা চেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এক পর এদিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ করা হয়। তার পরেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী (Arup Biswas)। মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এই বিষয়ে নিজের প্রতিক্রিয়ায় কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। যথাযথ তদন্তের ব্যবস্থা করেছেন। সরকার যা ব্যবস্থা নিচ্ছে, জানিয়ে দিয়েছে। বাম জমানার প্রসঙ্গে তুলে কুণাল বলেন, সিপিএম (CPIM) জমানায় ১৯৮০ সালে ১৬ অগাস্ট ইডেনে (Eden) মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohan Bagan-East Bengal) ম্যাচে ১৬ জনের মৃত্যু হয়। ১৯৯৬সালে ইডেন ক্রিকেটের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। দেশের মুখ পোড়ে। কিন্তু বাম সরকারে সেই সময়ের ক্রীড়া বা পুলিশ মন্ত্রীরা কোনও দায় নেননি। বাম সরকারও কোনও ব্যবস্থা নেয়নি। যদিও এবার যুবভারতীতে বৃহত্তর ষড়যন্ত্র থাকার সম্ভাবনা প্রবল, তবু মুখ্যমন্ত্রী যথাযথ তদন্ত করিয়ে রাজধর্ম পালন করেছেন। এটা একমাত্র তিনিই করেন।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version