অবশেষে তৃণমূল সাংসদদের দাবির কাছে নতিস্বীকারে বাধ্য হল কেন্দ্রের বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে টালবাহানার পরে অবশেষে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে বাধ্য হচ্ছেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিল (C R Patil)৷ বুধবার সকাল ৯.৪৫ মিনিটে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করবেন কেন্দ্রীয় মন্ত্রী (Minister of Jal Shakti) নিজে৷ কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই হর ঘর জল প্রকল্প (Har Ghar Jal Mission) সংক্রান্ত বকেয়া ২৫০০ কোটি টাকার দাবি জানাবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল৷ এই প্রসঙ্গে মন্ত্রীর হাতেই তুলে দেওয়া হবে যাবতীয় নথি৷
হর ঘর জল প্রকল্পে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের লাইন পৌঁছে দেওয়ার কাজ দারুণ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসায় রাজ্যের বকেয়া (dues) ২৫০০ কোটি টাকা আটকে রেখেছে মোদি সরকার, অভিযোগ বাংলার শাসকদল তৃণমূলের (TMC)৷ বারবার দাবি জানানো সত্বেও এই টাকা দেওয়া হচ্ছে না৷ এর পরেই প্রতিবাদে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস৷

আরও পড়ুন : মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রীকে সাক্ষাত করতেই হবে, সরাসরি মন্ত্রীকে চিঠি লিখেই দাবি জানিয়েছে তৃণমূল৷ এর পরেই তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার করে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী নিজেই৷ তৃণমূলের তরফে জানানো হয়েছে বুধবার দলের সংসদীয় প্রতিনিধি দলে থাকবেন লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়, রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, লোকসভায় দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, লোকসভা সাংসদ প্রতিমা মন্ডল, সৌগত রায়, অরূপ চক্রবতী, মিতালি বাগ, আবু তাহের খান এবং জগদীশ চন্দ্র বাসুনিয়া৷

–

–

–

–

–

–

