বছরের বেশির ভাগ সময়টা এখন লন্ডনেই থাকেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা(Virat Kohli-Anushka Sharma)। সেখানেই দুই সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার। খেলা থাকেলই ভারতে ফেরেন বিরুষ্কা। আধ্যাত্মিক টানেই ফের প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন তারকা দম্পত্তি।উল্লেখ্য, চলতি বছর এই নিয়ে তৃতীয়বার প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরুষ্কা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের পর লন্ডনে ফিরে গিয়েছিলেন বিরাট এবং অনুষ্কা(Virat Kohli-Anushka Sharma)। কিন্ত রবিবার তাঁরা ভারতে ফেরেন। মনে করা হয়েছিল মেসির সঙ্গে সাক্ষাতের জন্যই ভারতে ফিরেছেন বিরাট। কিন্তু না, মেসির সঙ্গে সাক্ষাত হয়নি বিরাটের। ভারতে ফিরে বৃন্দাবনে গেলেন তারকা দম্পত্তি।

মহারাজের সঙ্গে তাদের কথা বার্তার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। প্রেমানন্দ মহারাজ তাদের বলেছেন, “নিজের কাজকে ভগবানের সেবা মনে করো। আর খুব নাম জপ করো।”

–

–

–

–

–

–



