ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা থেকে পুরুলিয়া – বুধবার পারদে সামান্য বৃদ্ধি। বৃহস্পতিবার সেই তাপমাত্রা (temperature) আরও একটু বাড়ার পূর্বাভাস। তবে উত্তরের জেলাগুলিতে শীতের প্রভাব থাকবে ভালোই।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) সোমবার কিছুটা কমলেও বুধবার তা বেড়ে ১৬ ডিগ্রি ছোঁবে। সর্বোচ্চ তাপমাত্রাও ২৬ ডিগ্রির কাছে থাকবে। একইভাবে দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুরে কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে পশ্চিমের ঠাণ্ডা হাওয়ার প্রভাবে গরমের অনুভূতি কম থাকবে। ২৪ কিমি প্রতি ঘণ্টায় হাওয়ায় শীতের অনুভূতি থাকবে।
পুরুলিয়াতেও (Purulia) কিছুটা বাড়ার দিকে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছে ও সর্বোচ্চ ২৪ ডিগ্রির কাছে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমে কিছুটা শীতের অনুভূতি বেশি থাকলেও দুই বর্ধমানে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে।
আরও পড়ুন : নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান
উত্তরের দিকে মালদহ, দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা দক্ষিণবঙ্গের মতই বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি ও সর্বোচ্চ ২৫ ডিগ্রির কাছে থাকবে। তবে দার্জিলিংসহ (Darjiling) পাঁচ পার্বত্য জেলায় শীতের অনুভূতি থাকবে একই রকম। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি ও সর্বোচ্চ ১৬ ডিগ্রির কাছে থাকবে।
–
–
–
–
–
