Thursday, December 18, 2025

কয়েক মিনিটেই কোটিপতি, কার্তিকের সাফল্যের নেপথ্যে মা-বাবার আত্মত্যাগ ও কঠিন লড়াই

Date:

Share post:

আইপিএলের মিনি নিলামে চমক দিয়েছেন বেশ কয়েকজন অনামী ভারতীয়। তারই মধ্যে অন্যতম কার্তিক শর্মা(Kartik Sharma)। আইপিএল নিমালে ১৪.২০ লক্ষ টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)নাম লিখিয়েছেন কার্তিক, কোটিপতি কার্তিক রাতারাতি খবরের শিরোনামে উঠে  এসেছেন। তবে তরুণ এই ক্রিকেটারের যাত্রাপথটা সহজ ছিল না। আর্থিক প্রতিবন্ধকতা, বাবা-মা-র আত্মত্যাগ, কার্তিকের সাফল্যে রয়েছে ত্যাগের ছাপ।

কার্তিকের বাড়ি রাজস্থানের ভরতপুরে, তাঁর পরিবারের আয় ছিল সামান্যই। বাবা মনোজ শর্মা এবং মা রাধা দেবী সীমিত আয়ের মধ্যেই ছেলেকে ক্রিকেটার বানানোর লড়াই চালিয়ে যান। অবশেষে তাদের স্ব্প্ন সফল হল। তারকা ক্রিকেটারদের সঙ্গে আইপিএল খেলবেন কার্তিক। আইপিএল নিলামের পর ভরতপুর জেলা  ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা  দেওয়া হয়। কার্তিকের বাবা-মা-র চোখে ছিল জল।

কার্তিককে (Kartik Sharma) ক্রিকেটার বানানোর জন্য তাঁর বাবাকে গ্রামের জমি বেচতে হয়েছে, এমনকি তাঁর মা রাধা দেবীকে গহনা বিক্রিও করতে হয়েছে। সংবাদ সংস্থাকে মনোজ বলেন, আমাদের রোজগার সীমিত কিন্তু আমরা ঠিক করেছিলাম ছেলেকে ক্রিকেটার বানাব।

আত্মত্যাগ শুধু কার্তিকের মা-বাবাকে করতে হয়নি। লড়তে হয়েছে কার্তিকেও। গ্বালিয়রের একটি টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন কার্তিক। বাবা-ছেলে ভেবেছিলেন, চার-পাঁচ ম্যাচেই দল ছিটকে যাবে। ফলে অল্প টাকা নিয়েই গিয়েছেলন তারা খেলতে। কিন্তু কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ে দল পৌঁছে গেল ফাইনালে। টাকা ফুরিয়ে যাওয়ায় বাবা-ছেলেকে রাত কাটাতে হয় নাইট শেল্টারে।

স্মৃতিচারণ করে মনোজ বলেন, ‘একদিন না খেয়ে ঘুমোতে হয়েছিল! ‘ফাইনাল জিতে প্রাইজমানি পাওয়ার পরই বাড়ি ফেরার রাস্তা খুলেছিল।’ অবশেষে দারিদ্র ঘোচালেন কার্তিক, কয়েক মিনিটে কোটিপতি হয়ে গেলেন শর্মা পরিবার।

spot_img

Related articles

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...