Friday, January 9, 2026

কয়েক মিনিটেই কোটিপতি, কার্তিকের সাফল্যের নেপথ্যে মা-বাবার আত্মত্যাগ ও কঠিন লড়াই

Date:

Share post:

আইপিএলের মিনি নিলামে চমক দিয়েছেন বেশ কয়েকজন অনামী ভারতীয়। তারই মধ্যে অন্যতম কার্তিক শর্মা(Kartik Sharma)। আইপিএল নিমালে ১৪.২০ লক্ষ টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings)নাম লিখিয়েছেন কার্তিক, কোটিপতি কার্তিক রাতারাতি খবরের শিরোনামে উঠে  এসেছেন। তবে তরুণ এই ক্রিকেটারের যাত্রাপথটা সহজ ছিল না। আর্থিক প্রতিবন্ধকতা, বাবা-মা-র আত্মত্যাগ, কার্তিকের সাফল্যে রয়েছে ত্যাগের ছাপ।

কার্তিকের বাড়ি রাজস্থানের ভরতপুরে, তাঁর পরিবারের আয় ছিল সামান্যই। বাবা মনোজ শর্মা এবং মা রাধা দেবী সীমিত আয়ের মধ্যেই ছেলেকে ক্রিকেটার বানানোর লড়াই চালিয়ে যান। অবশেষে তাদের স্ব্প্ন সফল হল। তারকা ক্রিকেটারদের সঙ্গে আইপিএল খেলবেন কার্তিক। আইপিএল নিলামের পর ভরতপুর জেলা  ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা  দেওয়া হয়। কার্তিকের বাবা-মা-র চোখে ছিল জল।

কার্তিককে (Kartik Sharma) ক্রিকেটার বানানোর জন্য তাঁর বাবাকে গ্রামের জমি বেচতে হয়েছে, এমনকি তাঁর মা রাধা দেবীকে গহনা বিক্রিও করতে হয়েছে। সংবাদ সংস্থাকে মনোজ বলেন, আমাদের রোজগার সীমিত কিন্তু আমরা ঠিক করেছিলাম ছেলেকে ক্রিকেটার বানাব।

আত্মত্যাগ শুধু কার্তিকের মা-বাবাকে করতে হয়নি। লড়তে হয়েছে কার্তিকেও। গ্বালিয়রের একটি টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন কার্তিক। বাবা-ছেলে ভেবেছিলেন, চার-পাঁচ ম্যাচেই দল ছিটকে যাবে। ফলে অল্প টাকা নিয়েই গিয়েছেলন তারা খেলতে। কিন্তু কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ে দল পৌঁছে গেল ফাইনালে। টাকা ফুরিয়ে যাওয়ায় বাবা-ছেলেকে রাত কাটাতে হয় নাইট শেল্টারে।

স্মৃতিচারণ করে মনোজ বলেন, ‘একদিন না খেয়ে ঘুমোতে হয়েছিল! ‘ফাইনাল জিতে প্রাইজমানি পাওয়ার পরই বাড়ি ফেরার রাস্তা খুলেছিল।’ অবশেষে দারিদ্র ঘোচালেন কার্তিক, কয়েক মিনিটে কোটিপতি হয়ে গেলেন শর্মা পরিবার।

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...