বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী ও দফতর সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় বারোটার দিকে এই হামলা হয়। হামলাকারীরা দফতরের বিভিন্ন অংশে থাকা নথিপত্র, বই, আসবাবপত্র ও কম্পিউটারে ভাঙচুর চালানোর পাশাপাশি সেগুলিতে আগুন লাগিয়ে দেয়। এতে দফতরের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।
যদিও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়, তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দলটি শাহবাগ এলাকা থেকে প্রথম আলো-র দফতরের দিকে আসে। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে একাধিক সংগঠন প্রতিবাদে জমায়েত হয়েছিল। সেই ঘটনার পরই কারওয়ান বাজার অভিমুখে এই দলের যাত্রা। এদিকে, একই সময়ে আরেকটি দল কারওয়ান বাজারেই ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর দফতরে গিয়ে ভাঙচুর চালায় ও নথিপত্রে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পিছনে কারা রয়েছে এবং এর নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর মেলেনি।

আরও পড়ুন – এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

_

_

_

_

_

_

_
_

