শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে চারজনের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ রয়েছে। অথচ মৃত্যু যেখানে হয়েছিল, সেই সিঙ্গাপুর পুলিশ (Singapore Police Force) যে তদন্ত চালাচ্ছে সেখানে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত তাঁরা যে তদন্ত করেছেন তাতে খুনের কোনও প্রমাণই (no foul play) মেলেনি। তাঁরা জনসাধারণকে সঠিক তথ্য ছাড়া কোনও কিছু অনুমান না করার অনুরোধ জানিয়েছে।
এই বছর সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে গানের অনুষ্ঠান ও স্কুবা ডাইভিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg)। এই ঘটনায় ডিসেম্বর মাসে অসম পুলিশ (Assam Police) একটি চার্জশিট পেশ করে, যেখানে সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর গোস্বামী এবং অমিতপ্রভো মহন্তর বিরুদ্ধে খুনের (murder) অভিযোগ রয়েছে। এছাড়াও জুবিনের ভাই সন্দীপন গর্গের বিরুদ্ধেও খুনের চেষ্টা অভিযোগ রয়েছে। এছাড়াও আরও দুজনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ রয়েছে, যাঁদের গ্রেফতার করেছে হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) পুলিশ।

আরও পড়ুন : জুবিনের অকাল প্রয়াণে স্থগিত অসমের ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল

এদিকে সিঙ্গাপুর পুলিশ ফোর্সের তরফে জুবিন মৃত্যুর প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করা হয়। সেই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই সিঙ্গাপুর করোনার্স অ্যাক্ট অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফের তদন্ত হবে। সেখান থেকেই মৃত্যুর কারণ স্পষ্ট করবে সিঙ্গাপুর প্রশাসন। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, এই মৃত্যুর সঙ্গে খুনের কোনও যোগ নেই (no foul play)। সেই সঙ্গে জানানো হয়েছে এখনো সিঙ্গাপুর পুলিশ (SPF) এই ঘটনার তদন্ত চালাচ্ছে। তাই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশের আগে যেন কেউ কোনও সিদ্ধান্তে না আসেন।

–

–

–

–

–

–


