Thursday, January 29, 2026

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

Date:

Share post:

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে চারজনের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ রয়েছে। অথচ মৃত্যু যেখানে হয়েছিল, সেই সিঙ্গাপুর পুলিশ (Singapore Police Force) যে তদন্ত চালাচ্ছে সেখানে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত তাঁরা যে তদন্ত করেছেন তাতে খুনের কোনও প্রমাণই (no foul play) মেলেনি। তাঁরা জনসাধারণকে সঠিক তথ্য ছাড়া কোনও কিছু অনুমান না করার অনুরোধ জানিয়েছে।

এই বছর সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে গানের অনুষ্ঠান ও স্কুবা ডাইভিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg)। এই ঘটনায় ডিসেম্বর মাসে অসম পুলিশ (Assam Police) একটি চার্জশিট পেশ করে, যেখানে সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর গোস্বামী এবং অমিতপ্রভো মহন্তর বিরুদ্ধে খুনের (murder) অভিযোগ রয়েছে। এছাড়াও জুবিনের ভাই সন্দীপন গর্গের বিরুদ্ধেও খুনের চেষ্টা অভিযোগ রয়েছে। এছাড়াও আরও দুজনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ রয়েছে, যাঁদের গ্রেফতার করেছে হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) পুলিশ।

আরও পড়ুন : জুবিনের অকাল প্রয়াণে স্থগিত অসমের ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল

এদিকে সিঙ্গাপুর পুলিশ ফোর্সের তরফে জুবিন মৃত্যুর প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করা হয়। সেই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই সিঙ্গাপুর করোনার্স অ্যাক্ট অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফের তদন্ত হবে। সেখান থেকেই মৃত্যুর কারণ স্পষ্ট করবে সিঙ্গাপুর প্রশাসন। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, এই মৃত্যুর সঙ্গে খুনের কোনও যোগ নেই (no foul play)। সেই সঙ্গে জানানো হয়েছে এখনো সিঙ্গাপুর পুলিশ (SPF) এই ঘটনার তদন্ত চালাচ্ছে। তাই পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশের আগে যেন কেউ কোনও সিদ্ধান্তে না আসেন।

spot_img

Related articles

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...