হামলার ক্ষত বুকে নিয়ে শনিবার প্রকাশিত হল প্রথম আলো (Pathom Alo) এবং ডেলি স্টার (Daily Star)। একদিন বন্ধ থাকার পরে শনিবার প্রকাশিত হয়েছে দুটি দৈনিকই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর জেরে অগ্নিগর্ভ বাংলাদেশে (Bangladesh) বৃহস্পতিবার রাতে আলো এবং ডেলি স্টার-এর দফতর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। ফলে শুক্রবার অনলাইন বা অফলাইন কোনও মাধ্যমেই সংস্করণ প্রকাশিত হয়নি। ইতিহাসে এরকম পরিস্থিতি এর আগে কখনও তৈরি হয়নি বলে জানাচ্ছেন কর্মীরা।
দুই সংবাদপত্রের ক্ষতিগ্রস্ত দফতরই শুক্রবার সকালে পরিদর্শন করতে গিয়েছিলেন ঢাকা (Dhaka, Bangladesh) পুলিশের উচ্চপদস্থ কর্তারা। তেজগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডেলি স্টারকে জানিয়েছেন বৃহস্পতিবার রাতের ওই মর্মান্তিক ঘটনায় এখনও কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

একদিন বন্ধ থাকার পরে শনিবার প্রকাশিত হয়েছে প্রথম আলো। সেইখানে প্রথম পাতার খবরের শিরোনাম আছে— ‘প্রথম আলো-ডেলি স্টার আক্রান্ত’। বৃহস্পতিবার রাতের ওই দুর্বিষহ ঘটনার কথা এবং বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার কথা এই প্রতিবেদনে রয়েছে। এ ছাড়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শেষকৃত্য সংক্রান্ত খবরও রয়েছে প্রথম পাতায়।

ডেলি স্টারে এদিন প্রথম পাতার শিরোনামে রয়েছে একটিই শব্দ— ‘Unbowed’ অর্থাৎ অদমিত। এই পত্রিকা বুঝিয়েছে হামলা বা হুমকির সামনে মাথা নত তারা করবে না। হাদির শেষকৃত্য সংক্রান্ত খবরও ডেলি স্টার-এর প্রথম পাতায় প্রকাশিত হয়েছে।

এই দুই পত্রিকার সম্পাদকের সঙ্গেও শুক্রবারই ফোনে কথা বলেছেন ইউনূস। তাঁদের উপর হামলার নিন্দা করে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পরেও কেউ গ্রেফতার না হওয়ায় ইউনূস সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে।

–

–

–

–

–


